চুঁচুড়া: ভোটের দিন এগিয়ে আসছে। একদিকে যেমন চলছে দল বদলের পালা, অন্যদিকে বাড়ছে শাসক- বিরোধী তরজা। ভোটের আগে সব দলের নেতা-নেত্রীরাই ময়দানে নেমে পড়েছেন। আর তৃণমূলের উন্নয়নের স্লোগান তো সবারই চেনা। সেই উন্নয়নের জন্যই মমতাকে নোবেল দেওয়ার কথা বললেন তৃণমূল নেত্রী দোলা সেন।
চুঁচুড়ার পিপুলপাতিতে এক সভায় এসে এমনটাই বললেন নেত্রী দোলা সেন। পুর মজদুর ইউনিয়নের এক সভায় তিনি বলেন, ‘‘উন্নয়নের জন্য যদি নোবেল দেওয়া হয়, তবে সেই পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন।’’ তাঁর মতে নোবেল কমিটি এই পুরস্কার চালু করলেই তা পাবেন মমতা।
আরও পড়ুন: ‘‘উন্নততর তৃণমূল’’, বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বুদ্ধবাবুর স্লোগান মনে করালেন মমতা
বেশ কয়েক মাস ধরেই চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকরা বেতন বৃদ্ধি, পিএফ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভে অস্থায়ী শ্রমিকদের সমর্থন যোগাচ্ছে পুরসভার সিপিআইএম ও কংগ্রেস কাউন্সিলররা। সেই প্রসঙ্গে দোলা সেন বলেন, ‘‘আমাদের কাজ নয় ছুঁচো মেরে হাত গন্ধ করার। ওদের ছেড়ে দিন, ছোট ব্যাপারে মাথা ঘামাবেন না, ওরা স্বপ্ন দেখুক।’’
আরও পড়ুন: ‘অশোক ভট্টাচার্য দেশের শ্রেষ্ঠ নেতা’, শিলিগুড়িতে বললেন ‘পরাজিত’ বাইচুং
তিনি সিপিআইএম ও কংগ্রেসকে ‘মেজ দা’ ও ‘ছোট দা’ বলে সম্বোধন করেন। বিজেপি কে ‘বড় দা’ বলে উল্লেখ করে দোলা সেন বলেন, ‘‘ছোট দা, মেজ দা এখন বড় দার পিছনে হাওয়া দিচ্ছে। ভোট এসেছে তাই বিপ্লব করছে। টাকার থলি থেকে সিবিআই, ইডি, সারদা, নারদা রাস্তায় বেরিয়ে পড়েছে।‘‘
এ দিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের উত্তরসূরী বলে দাবি করেন। তিনি বলেন, করোনা কালে কোনও বড় দা, মেজ দা, ছোট দা-কে দেখা যায়নি। সেই সময় মানুষের পাশে শুধু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে।