AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘‘উন্নততর তৃণমূল’’, বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বুদ্ধবাবুর স্লোগান মনে করালেন মমতা

এদিনের সভায় বাম নেতা মানিক সরকারের নামও নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা

‘‘উন্নততর তৃণমূল’’, বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বুদ্ধবাবুর স্লোগান মনে করালেন মমতা
| Updated on: Feb 04, 2021 | 11:30 PM
Share

কলকাতা: ‘‘তৃণমূলের বিকল্প আরও উন্নততর তৃণমূল।’’ বৃহস্পতিবার কসবার এক সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যের সঙ্গে এক পুরোনো স্লোগানের মিল পেয়েছেন অনেকেই। স্লোগানটা ছিল এরকম, ‘‘বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট।’’ বক্তা, বুদ্ধদেব ভট্টাচার্য।

২০০০ সালের ৬ নভেম্বর জ্যোতি বসুর হাত থেকে মুখ্যমন্ত্রিত্বের ব্যাটন নেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরের বছর মে মাসে ভোটের লড়াইয়ে বুদ্ধদেবের স্লোগান ছিল বামফ্রন্টের বিকল্প, উন্নততর বামফ্রন্ট। এ দিন বিপক্ষের সেই স্লোগান ফিরিয়ে আনলেন মমতা। শুধু তাই নয়, বিজেপিকে আক্রমণ করতে বর্ষীয়ান বাম নেতা মানিক সরকারের বক্তব্যও এদিন টেনে আনেন তিনি।

আরও পড়ুন: খুনসুটিতে ব্যস্ত নীল-তৃণা, দেখুন তারকা জুটির বিয়ের ছবি

বাম-তৃণমূলের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আন্দোলন করেছেন তৎকালীন শাসকের আসনে থাকা বামেদের বিরুদ্ধে। বামেদের রাজ্যপাটও শেষ হয় তাঁরই নেতৃত্বে। আর আজ যখন রাজ্যে বিজেপির বাড় বাড়ন্ত তখন মমতার মুখে সেই স্লোগান দৃষ্টি আকর্ষণ করেছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: বিশ্বভারতীর ভিতরে ‘কবর’, বিছনো গাঁদা ফুল, ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের

সাম্প্রতিককালে বিজেপির অন্যতম টার্গেট বাংলা। কিন্তু তার আগে পর্যন্ত মমতা সরকারের কার্যত এক ও একমাত্র শত্রু ছিল বামেরাই। ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে কি সে কথা ভুলে গেলেন মমতা?

তফসিলি জাতি–উপজাতি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ দিন মমতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকেই বাংলার মানুষের কাছে উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। বলেন, “মানিক বাবু বলে গেছেন ত্রিপুরায় গিয়ে দেখে আসুন মানুষের কি হাল করেছে। রিকশাওয়ালা-ঠেলাওয়ালার উপর অত্যাচার চলছে।”