‘অশোক ভট্টাচার্য দেশের শ্রেষ্ঠ নেতা’, শিলিগুড়িতে বললেন ‘পরাজিত’ বাইচুং

"এই মুহূর্তে দেশের অন্যতম শ্রেষ্ঠ নেতা অশোক ভট্টাচার্য। তাই অশোকদার পাশে আছি। যারা ভোট দেবেন বুঝে নিয়ে ভাল নেতাকে ভোট দেবেন।"

'অশোক ভট্টাচার্য দেশের শ্রেষ্ঠ নেতা', শিলিগুড়িতে বললেন 'পরাজিত' বাইচুং
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 11:57 PM

শিলিগুড়ি: রাজনীতি বেজায় রঙিন। এক কালে যাঁর কাছে ভোটে হেরেছিলেন, কার্যত তাঁর হয়েই প্রচারে নামলেন প্রাক্তন ফুটবলার তথা রাজনীতিবিদ বাইচুং ভুটিয়া। শিলিগুড়িতে দাঁড়িয়ে বাইচুং বলেন, “দেশের শ্রেষ্ঠ নেতা হলেন অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)।” অতীতে বিধানসভা নির্বাচনে সিপিএমের অশোক ভট্টাচার্যের কাছেই হেরেছেন বাইচুং। কিন্তু অশোকের পাশে দাঁড়িয়ে সাফ জানালেন, ভবিষ্যতে বাম বিধায়কের সঙ্গেই থাকবেন বাইচুং ভুটিয়া।

গত লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে জোড়াফুল শিবিরের হয়ে ভোটে হেরেছিলেন বাইচুং। তার আগে শিলিগুড়িতে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেও হেরে গিয়েছিলেন তিনি। দু’বার পরাজিত হয়ে সিকিমে ফিরে তৃণমূল ছেড়ে নিজের দল গঠন করেন বাইচুং। দূরত্ব বাড়ে তৃণমূলের সঙ্গেও।

আরও পড়ুন: মোবাইল গেম নিয়ে বচসা, ‘মাথায় হাতুড়ি মারল ছেলে’, মৃত্যু বাবার

কালক্রমে একদা প্রতিদ্বন্দ্বী অশোক ভট্টাচার্যের সঙ্গেই সুসম্পর্ক গড়ে উঠেছে তাঁর। তাই মাঠ সংস্কারের ক্ষেত্রে বিধায়ক তহবিলের অর্থ বণ্টনের আনুষ্ঠানিক সূচনা করতে শিলিগুড়িতে এসেছিলেন বাইচুং। সেখানেই ‘অশোক দা’র সম্পর্কে তিনি বলেন, “এই মুহূর্তে দেশের অন্যতম শ্রেষ্ঠ নেতা অশোক ভট্টাচার্য। তাই অশোকদার পাশে আছি। যারা ভোট দেবেন বুঝে নিয়ে ভাল নেতাকে ভোট দেবেন।”