মোবাইল গেম নিয়ে বচসা, ‘মাথায় হাতুড়ি মারল ছেলে’, মৃত্যু বাবার
মৃত বছর চল্লিশের নারায়ণ সাঁতরার পরিবারের দাবি, ভুল করেই হাতুড়ি পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর।
জামাডাঙ্গর: ছেলে মোবাইলে গেম খেলছিল। বাবা নিষেধ করেন। তারপরই বাবাকে হাতুড়ি দিয়ে আঘাত করে ছেলে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বাবার। এমনই দাবি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জামাডাঙ্গর (Jamadangar) গ্রামবাসীর। ইতিমধ্যেই সাবালক ছেলেকে আটক করেছে বেলদা থানার পুলিশ। তবে বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে অন্য কথা। হাতুড়ির আঘাতে মৃত বছর চল্লিশের নারায়ণ সাঁতরার পরিবারের দাবি, ভুল করেই হাতুড়ি পড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর।
হাতুড়ির আঘাতে গুরুতর জখম নারায়ণকে প্রথমে ভর্তি করা হয় বেলদার স্থানীয় হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। তবে কলকাতা যাওয়ার পথেই ডেবরার কাছে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নারায়ণের দেহ। শেষ পাওয়া খবর অনুযায়ী নারায়ণের ছেলে এখন পুলিশের হেফাজতে।
আরও পড়ুন: বিশ্বভারতীর ভিতরে ‘কবর’, বিছনো গাঁদা ফুল, ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের
তবে পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে অন্য কথা জানানো হলেও এলাকাবাসীর দাবি, প্রায়ই মোবাইলে গেম খেলা নিয়ে বচসা হত বাবার-ছেলের। তবে নারায়ণ সাঁতরার মাথায় ছেলে আঘাত করেছিল, নাকি ভুলবশত হাতুড়ি পড়ে গিয়েছিল, সে বিষয় এখনও স্পষ্ট নয়। নারায়ণের ময়নাতদন্তের রিপোর্ট এলে সেই বিষয়ে কোনও তথ্য আসতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।