পশ্চিম বর্ধমান: একই দিনে পর পর তিন জন। একই ধরনের উপসর্গ। বুক ধড়পড়ানি, চোখে অন্ধকার- কয়েক মিনিটের মধ্যেই ‘ব্ল্যাক আউট’ । কোভিডের টিকা (Corona Vaccine) নিতে গিয়ে একই দিনে পরপর অসুস্থ হয়ে পড়লেন দুর্গাপুরে তিন স্বাস্থ্যকর্মী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। প্রত্যেকেরই বয়স ৪০-৫০এর মধ্যে।
গত ১৬ তারিখ থেকেই অনান্য জেলার মতো দুর্গাপুরেও স্বাস্থ্যকর্মীদের টিকাকরণের কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিনই ১৯১ জন স্বাস্থ্যকর্মী টিকা নেই। বৃহস্পতিবার সকাল থেকেও সৃজনী প্রেক্ষাগৃহে স্বাস্থ্যকর্মীরা টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। ৩১ জনকে টিকা দেওয়া হয় এদিন।
সূত্রের খবর, টিকা নেওয়ার পর বিশ্রামে থাকাকালীনই এক স্বাস্থ্যকর্মী অসুস্থ বোধ করতে থাকেন। তিনি চোখেমুখে অন্ধকার দেখেন, বুকের অস্বস্তি অনুভব করেন। তাঁকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এরই মাঝে কিছু সময়ের ব্যবধানেই আরও দু’জন স্বাস্থ্যকর্মীর মধ্যেও একই ধরনের লক্ষণ লক্ষ্য করা যায়।
তাঁদেরকেও হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই এটা হয়ে থাকতে পারে (Side Effect of Corona Vaccine)। এরপর টিকা দেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্বাস্থ্যকর্মীরাই।
এদিন অসুস্থ হয়ে পড়া এক স্বাস্থ্যকর্মীর ছেলে ক্ষোভ উগরে দেন। বলেন, “আমার মা আগে থেকেই অসুস্থ ছিল। কেন তাঁকে ঠিকভাবে না চেক আপ করেই টিকা দেওয়া হল?”
আরও পড়ুন: ‘গোলি মারো’ স্লোগান তুলে গ্রেফতার তিন বিজেপি নেতা-কর্মী, দেওয়া হল ‘খুনের চেষ্টার’ কেস!
এপ্রসঙ্গে দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ স্বাস্থ্য রাখি তিওয়ারি বলেন, ” এরকম একটা ঘটনা ঘটেছে। তিন জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের শরীরে কোনও রোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।” তবে এদিন আর টিকা দেওয়ার কাজ শুরু হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।