পূর্ব বর্ধমান: “পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে যে কোনও একটি আসন থেকে দাঁড়ান। এই সুজাতা আপনাকে জামানতজব্দ করে ছাড়বে।” এবার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেত্রী সুজাতা মণ্ডল খাঁ।
পূর্বস্থলীর একটি জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, “শুভেন্দু অধিকারী, আপনি অনেক বড় রাজনীতিবিদ, আপনার অর্ধেক বয়স আমার। তবুও বলে দিলাম, যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় অনুমতি দেন তাহলে রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে একটিতে আপনি দাঁড়ান, আমি আপনাকে জামানতজব্দ করে ছাড়ব।”
কথার পুনরাবৃত্তি করে আবারও বলেন, “রাজ্যের যে কোনও একটি আসনে আপনি দাঁড়ান। আমি চ্যালেঞ্জ করলাম, আপনাকে জামানতজব্দ করব আমিই।” সুজাতা মণ্ডল খাঁর তৃণমূলে যোগদান নিয়ে এমনিতেই জল্পনার শেষ নেই। তারইমধ্যে শুভেন্দু অধিকারীর মত একজন হেভিওয়েট নেতাকে তাঁর জামানতজব্দ করার চ্যালেঞ্জ রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে পুলিসকে সম্মান দেব’, আচমকাই ‘ব্যতিক্রমী সুর’ দিলীপের গলায়
উল্লেখ্য, এই শুভেন্দু অধিকারীকেই বৃহস্পতিবার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সভামঞ্চে দাঁড়িয়ে সৌমিত্র খাঁ বলেন, “শুভেন্দুদাকে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে না যেতে বলেছিলাম। দাদা যায়নি। তাই আমি জিতেছি”। জনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সৌমিত্র আসলে জনগণের মধ্যে শুভেন্দু-ফ্যাক্টরটা কতটা স্পর্শকাতর, তা বোঝাতেই এই কথা বলেছেন।