পঞ্চম দফায় নজরে ৪৫ আসন, প্রায় সাড়ে ৮০০ কোম্পানি বাহিনী নামাচ্ছে কমিশন

ঋদ্ধীশ দত্ত |

Apr 12, 2021 | 6:12 PM

নির্বাচন কমিশন সূত্রে খবর, পঞ্চম দফা ভোটের জন্য মোট ৮৫৩ কোম্পানি আধাসেনা বাহিনী ব্যবহার করা হবে। একনজরে দেখে নিন কেমন হতে চলেছে জেলাওয়াড়ি বাহিনী বিন্যাস...

পঞ্চম দফায় নজরে ৪৫ আসন, প্রায় সাড়ে ৮০০ কোম্পানি বাহিনী নামাচ্ছে কমিশন
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: একুশের ভোটযুদ্ধে চতুর্থ দফায় প্রথমবার ভোটের বলি হয় পাঁচটি তরতাজা প্রাণ। পঞ্চম দফায় তাই নিরাপত্তার আয়োজন আরও বড় আকারে করতে চলেছে নির্বাচন কমিশন। আসছে দফার জন্য এ বার হাজার কোম্পানির বেশি আধাসেনা মোতায়েন রয়েছে কমিশনের হাতে। তাদের মধ্যেই প্রায় সাড়ে ৮০০ কোম্পানি আধাসেনা বাহিনীকে পঞ্চম দফার নির্বাচনে কাজে লাগাবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, পঞ্চম দফা ভোটের জন্য মোট ৮৫৩ কোম্পানি আধাসেনা বাহিনী ব্যবহার করা হবে। একনজরে দেখে নিন কেমন হতে চলেছে জেলাওয়াড়ি বাহিনী বিন্যাস…

বারাসত পুলিশ জেলা: ৬৯ কোম্পানি
বারাকপুর পুলিশ কমিশনারেট: ৬১ কোম্পানি
বসিরহাট পুলিশ জেলা: ১০৭ কোম্পানি
বিধাননগর পুলিশ কমিশনারেট: ৪৬ কোম্পানি
দার্জিলিং: ৬৮ কোম্পানি
জলপাইগুড়ি: ১২২ কোম্পানি
কালিম্পং: ২১ কোম্পানি
কৃষ্ণনগর পুলিশ জেলা: ১১ কোম্পানি
পূর্ব বর্ধমান: ১৫৫ কোম্পানি
রানাঘাট পুলিশ জেলা: ১৪০ কোম্পানি
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট: ৫৩ কোম্পানি

আরও পড়ুন: শীতলকুুচি নিয়ে চাঞ্চল্যকর তথ্য, ওয়েব কাস্টিং হয়নি ১২৬ নম্বর বুথে

আগামী ১৭ এপ্রিল রাজ্যের ৪৫ টি বিধানসভা আসনের মোট ১৫,৭৮৯ টি বুথে ভোটগ্রহণ হতে চলেছে।এই দফায় ৬৯০ টি সেক্টরে একজন করে এসআই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫,৭৮৯ টি বুথের নিরাপত্তা জন্যই লাঠিধারী কনস্টেবল এবং আধাসেনা বাহিনী থাকবে।

আরও পড়ুন: বেলাগাম করোনা, ‘বেড নেই, হুড়হুড় করে রোগী ঢুকছে’ বেলেঘাটা আইডিতে

Next Article