Firhad Hakim : হেলে পড়া বাড়ি বিতর্কে ফিরহাদ ঝুঁকলেন না, কী বললেন তিনি?

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jan 26, 2025 | 4:33 PM

হেলে পড়া বাড়ি প্রতি কোনো দায়িত্ব‌ই নেই পৌরসভার? জানুন কি বলছে ফিরহাদ।

শহরে একের পর এক হেলে পড়া বাড়ি, এর জেরে পৌরসভাকে তুলোধুনা বিরোধীদের। এর‌ইমাঝে বাসিন্দাদের উদ্দেশ্যে মেয়র ফিরহাদ হাকিমের পরামর্শ, লোকেশন বেসড সার্ভিসের কাছে বাড়ির প্ল্যান পাঠানোর। পাশাপাশি বিজেপির নারী ক্ষমতায়নের সমালোচনা করে ফিরহাদের খোঁচা, ‘এটি একটি খেচো পার্টি’, ‘অতৃপ্ত আত্মা’। দেখুন ভিডিয়ো