BSF: উদ্ধার প্রায় ২ কোটির সোনার বিস্কুট, নদিয়ায় গ্রেফতার ৮
BSF: শুধু যে সোনার বিস্কুট উদ্ধার হয়েছে এমনটা নয়। একটি পিস্তল, ফেনসিডিল এবং গাঁজা-সহ হাতেনাতে ধরা হয়েছে পাঁচ মহিলা-সহ মোট ৮ জন চোরাকারবারিকে। সূত্রের খবর, এই সব সামগ্রী বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
নদিয়া: বিগত কয়েক মাসে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে একাধিকবার বড়সড় অভিযান চালিয়েছে বিএসএফ (BSF)। বমাল গ্রেফতার করা হয়েছে অনেক পাচারকারীকেই। এবার ফের বড় অভিযান চলল নদিয়ায়। এদিন নদিয়ায় রাজ্য পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং ডিআরআই যুগ্মভাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে সোনার (Gold) বিস্কুট উদ্ধার করল। প্রায় ২ কোটি ১৮ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। ৩ কেজি ৫০০ গ্রাম।
শুধু যে সোনার বিস্কুট উদ্ধার হয়েছে এমনটা নয়। একটি পিস্তল, ফেনসিডিল এবং গাঁজা-সহ হাতেনাতে ধরা হয়েছে পাঁচ মহিলা-সহ মোট ৮ জন চোরাকারবারীকে। সূত্রের খবর, এই সব সামগ্রী বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সেই খবর গোপন সূত্রে আগাম চলে আসে বিএসএফের কাছে। বিএসএফের গোয়েন্দা বিভাগ কর্তৃক প্রাপ্ত সেই তথ্য চলে যায় কৃষ্ণগঞ্জ পুলিশ এবং রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) কাছে। তারপরই শুরু হয় অভিযান।
নদিয়া জেলার সীমান্ত গ্রাম বিজয়পুরে শুরু হয় খানা তল্লাশি। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর দু’দিনব্যাপী চলে তল্লাশি অভিযান। তাতেই মেলে সাফল্য। সূত্রের খবর, পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি পিস্তল, তিনটি কার্তুজ, একটি ম্যাগাজিন, দুই কেজি গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া সোনার ওজন ৩.৫২৫ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ২১৮৫৫০০০ টাকা।