AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sikkim: ফের প্রকৃতির রুদ্ররোষে সিকিম! প্রবল বৃষ্টিতে ধসের পর ধস, লাচেন ও লাচুংয়ে আটকে হাজেরেরও বেশি পর্যটক

Sikkim: প্রতি বছর গরমের এই সময়ে উত্তরবঙ্গের নানা প্রান্তের পাশাপাশি সিকিমেও যান হাজার হাজার পর্যটক। কিন্তু, বিগত কয়েক বছরে বারবার প্রকৃতির ধ্বংসলীলা দেখা গিয়েছে সিকিমে। তাতেই চিন্তা বেড়েছে পর্যটকদের।

Sikkim: ফের প্রকৃতির রুদ্ররোষে সিকিম! প্রবল বৃষ্টিতে ধসের পর ধস, লাচেন ও লাচুংয়ে আটকে হাজেরেরও বেশি পর্যটক
চলছে উদ্ধারকাজ Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 8:10 AM
Share

সিকিম: বৃষ্টি আর বিপর্যয়ে বিপর্যস্ত উত্তর সিকিম। লাচেন ও লাচুংয়ে আটকে হাজেরেরও বেশি পর্যটক। বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টির জেরে চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে মুন্সেথাংয়ের কাছে ধস নামে।  অন্যদিকে চুংথাং থেকে লাচুং যাওয়ার রাস্তাতেও ধস নেমেছে। তাতেই বিপাকে পর্যটকেরা। শুক্রবার থেকে পর্যটকদের উত্তর সিকিমে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

পরিস্থিতি স্বাভাবিক না হাওয়া পর্যন্ত কোনও পর্যটককে উত্তর সিকিমে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সেখানকার প্রশাসনের তরফে। একইসঙ্গে আটকে পড়া পর্যটকরা যাতে নতুন করে কোনও বিপত্তিতে না পড়েন সে কারণে এখনই হোটেল না ছাড়ার পরামর্শ স্থানীয় প্রশাসনের। 

চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই ছাঙ্গু ও নাথুলায় প্রবল তুষারপাত শুরু হয়ে যায়। প্রচুর পর্যটক আটকে পড়েন। তবে বিগত কয়েকদিন থেকে অবস্থা আরও খারাপ হয়েছে। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে একাধিক রাস্তায় ধস নামতেই সমস্যা আরও বাড়ে। যোগাযোগ ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত দেড় হাজার পর্যন্ত পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রতি বছর গরমের এই সময়ে উত্তরবঙ্গের নানা প্রান্তের পাশাপাশি সিকিমেও যান হাজার হাজার পর্যটক। কিন্তু, বিগত কয়েক বছরে বারবার প্রকৃতির ধ্বংসলীলা দেখা গিয়েছে সিকিমে। এবারও ফিরল সেই চেনা ছবিটা।