১০০ নাবালিকা নিঁখোজ! Valentine’s Day-তে দোকানেই পড়ে রইল গোলাপের ডালি
Valentine's Day: পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র আরামবাগ মহকুমা থেকে ১ মাসে নিখোঁজ হয়ে গিয়েছে ১০০ নাবালিকা। টিভি৯ বাংলা সেই খবর তুলতে ধরতেই শোরগোল পড়ে গিয়েছিল নাগরিক থেকে প্রশাসনিক মহলে। যা নিয়ে চাপানউতোর জারি রয়েছে।

আরামবাগ: ভ্যালেন্টাইন ডে তে গোলাপের চাহিদা নেই! বিক্রিবাটা বিশেষ হল না বললেই চলে! রাস্তাঘাটে পার্কে দেখা গেল যুগলদের ভিড়। হঠাৎ কী হল আরামবাগের? তাহলে কি অজানা কোনও ভয়ের আবহ গোটা এলাকায়? নাকি অন্য কোনও কারণ? ভালবাসার টানে বাড়ি ছাড়ছে এলাকার নাবালিকারা। আসছে ভুরি ভুরি নিখোঁজ কেস। পুলিশ ছুটছে তাদের পাকড়াও করতে। সচেতনতার পাট দিচ্ছে পুলিশ। কয়েকদিন আগেই সামনে এসেছিল এই খবর।
পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র আরামবাগ মহকুমা থেকে ১ মাসে নিখোঁজ হয়ে গিয়েছে ১০০ নাবালিকা। টিভি৯ বাংলা সেই খবর তুলতে ধরতেই শোরগোল পড়ে গিয়েছিল নাগরিক থেকে প্রশাসনিক মহলে। যা নিয়ে চাপানউতোর জারি রয়েছে। এরই মাঝে কেউ আসলেই ‘অপহৃত’ সত্যি খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ। প্রেমের জালে জড়িয়ে যাচ্ছে আসল অপহরণের তদন্ত। তার জেরেই কি আগাম সচেতন অভিভাকেরা? চাপানউতোর চলছে। কিন্তু, দিনভর ভ্যালেন্টাইন ডে-তে ব্যবসায় মন্দা দেখে হতাশ ফুল বিক্রেতারা।
এলাকার ফুল বিক্রেতা তমোঘ্ন দাঁ বলছেন, “সারাদিনই তো মন্দা। এভাবেই চলল। আসলে ওই খবরটা সকলকে নাড়িয়ে দিয়েছে। ১০০ জনের বেশি নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছে। এটা শোনার পর বাবা-মায়েরা আর মেয়েদের বাড়ি থেকে ছাড়তে সাহস করছেন না। এখন গোলাপ কিনবে কে? বাজারে তো কেউ আসছে না। আগের বারের থেকে ব্যবসার অবস্থা খুবই খারাপ।” হতাশার ছাপ অন্যান্য ফুল বিক্রেতাদের মধ্যেও। একজন তো বললেন, “অবস্থা ভাল নয়। টুকটাক বিক্রি হয়েছে শুধু। আগের বার এর থেকে ভাল বিক্রি হয়েছিল। কিন্তু এবার তো কিছুই হল না।”





