Fraud Case: নীলবাতি গাড়ি নিয়ে সরকারি অফিসার সেজে তোলাবাজি! পোলবায় গ্রেফতার তিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৩টে নাগাদ হুগলির পোলবা পুলিশের একটি গাড়ি পেট্রোলিং করছিল দিল্লি রোডে। রাজহাট মোড়ের কাছে একটি পানশালার সামনে একটি সাদা রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়ে ছিল। গাড়ির মাথায় লাগানো ছিল নীল বাতি। চালকের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল-এর বোর্ড লাগানো। কালনা থেকে হারিট যাওয়ার সময় একটি ইঁট বোঝাই ট্রাকটর আটকে তিনজন দু'লাখ টাকা দাবি করে বলে অভিযোগ।

Fraud Case: নীলবাতি গাড়ি নিয়ে সরকারি অফিসার সেজে তোলাবাজি! পোলবায় গ্রেফতার তিন
গ্রেফতার হওয়া তিন জনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 9:30 AM

পোলবা: শ্রীরামপুরে ভুয়ো আয়কর অফিসার, রিষড়ায় ভুয়ো সিআইডি-র পর এবার ভুয়ো সরকারি অফিসার ধরা পড়ল পোলবায়। নীলবাতি আর সরকারি বোর্ড লাগানো গাড়িতে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন তিনজন। পোলবা থানার পুলিশ শনিবার রাতে তাঁদের গ্রেফতার করেছে। ধৃতদের রবিবার চুঁচুড়া আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৩টে নাগাদ হুগলির পোলবা পুলিশের একটি গাড়ি পেট্রোলিং করছিল দিল্লি রোডে। রাজহাট মোড়ের কাছে একটি পানশালার সামনে একটি সাদা রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়ে ছিল। গাড়ির মাথায় লাগানো ছিল নীল বাতি। চালকের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল-এর বোর্ড লাগানো। কালনা থেকে হারিট যাওয়ার সময় একটি ইঁট বোঝাই ট্রাকটর আটকে তিনজন দু’লাখ টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দিলে জরিমানার পাশাপাশি মামলা করার হুমকিও দেওয়া হয়। কিন্তু পুলিশ পৌঁছাতেই প্ল্যান ভেস্তে যায় তাঁদের। গাড়ির চালক-সহ তিনজনকেই আটক করে পুলিশ। ট্রাকটর চালকের থেকে অভিযোগ পেয়ে পরে তাঁদের গ্রেফতার করা হয়।

অভিযুক্তরা চুঁচুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের নাম কার্তিক অধিকারী, প্রিতম গায়েন ও কুন্তল সাহা। এদের একজন রঙ মিস্ত্রি, একজন ওষুধ সরবরাহের কাজ করেন। অপর এক জন পেশায় গাড়ির চালক। ধৃতদের বিরুদ্ধে প্রাণে মারার ভয় দেখিয়ে তোলাবাজি এবং সরকারি দফতরের বোর্ড লাগিয়ে ছিনতাই-এর চেষ্টার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। আটক করা ওই গাড়ির বিষয়েও খোঁজ খবর শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেছেন, “রাতে পোলবা থানার পুলিশের একটি গাড়ি ওই এলাকায় টহল দিচ্ছিল। তখন তাঁরা দেখতে পায় একটি সরকারি বোর্ড লাগানো নীল বাতির গাড়ি একটি ট্রাক্টর আটকে ভয় দেখাচ্ছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসা করতেই সত্যিটা বেরিয়ে আসে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গাড়িটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”