Bangladeshi Ship: হঠাৎ ঢুকল জল, বাঁশবেড়িয়ার কাছে মাঝ গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ, সাহায্যের জন্য হাত পাততে হল সেই ভারতের কাছেই
Bangladeshi Tribeni: দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে এসেছিল ওই বাংলাদেশি কার্গো জাহাজটি। ছাই সংগ্রহ করে দেশে ফেরার জন্য় প্রস্তুতি নিচ্ছিল তারা। ঠিক সেই সময়ই ঘটে যায় এই ঘটনা। জাহাজে থাকা কর্মীরা জানিয়েছেন, হঠাৎ করেই জাহাজের তলায় শব্দ হয় একটি।
ত্রিবেণী: ঠিক মাঝ গঙ্গা। ঢেউয়ে উথাল-পাতাল। আচমকাই গঙ্গায় ডুবল বাংলাদেশি জাহাজ। তবে যাত্রী ছিল না। কারণ, সেটি বাংলাদেশের কার্গো জাহাজ এমভি বছিরউদ্দিন কাজি। জানা যাচ্ছে, ত্রিবেনী বিটিপিএস থেকে ছাই নিয়ে ফেরার সময় বাঁশবেড়িয়ার গঙ্গায় ডুবে যায় সেটি।
দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে এসেছিল ওই বাংলাদেশি কার্গো জাহাজটি। ছাই সংগ্রহ করে দেশে ফেরার জন্য় প্রস্তুতি নিচ্ছিল তারা। ঠিক সেই সময়ই ঘটে যায় এই ঘটনা। জাহাজে থাকা কর্মীরা জানিয়েছেন, হঠাৎ করেই জাহাজের তলায় শব্দ হয় একটি। তারপর ধীরে ধীরে সকলে বুঝতে পারে যে কার্গো জাহাজটিতে জল ঢুকতে শুরু করেছে। এরপর একটা দিক কাত হয়ে যায়।চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায়।
বাকিটা বুঝতে বাকি থাকেনি কারও। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা।জল কমায় কিছুটা অংশ জেগে ওঠে। তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়।সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে এসে চলে কাজ। জানা গেছে সপ্তাহ খানেক লাগতে পারে সব ছাই খালি করতে। তারপর জাহাজ মেরামত করে বাংলাদেশ ফিরতে পারে ওই জাহাজটি।