Hooghly Death: বাঁকুড়ার পর হুগলি, পাণ্ডুয়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার
Hooghly Death: কবিতা দেবী এলাকার একটি হিমঘরে আলু বাছার কাজ করতেন। বুধবার সন্ধ্যায় তিনি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময়ও এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল। বাড়ি ঢোকার সময় প্রতিবেশী নিমাই বাগের গোয়াল ঘরের মাটির দেওয়ার তাঁর উপর ভেঙে পড়ে।

পাণ্ডুয়া: কয়েকদিন আগেই বাঁকুড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়। ঘটনায় লেগেছিল রাজনীতির রং। অভিযোগ, আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও ওই পরিবারগুলি ঘর পায়নি। এলাকার বাসিন্দারা স্পষ্টই বলছিলেন, আজ যদি পাকা বাড়ি থাকত তাহলে এই দিন দেখতে হত না। এরইমধ্যে এবার মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটল হুগলির পাণ্ডুয়ায়। মৃতের নাম কবিতা বাগ (৩৬)। বাড়ি পান্ডুয়ার জামনা গ্রাম পঞ্চায়েতের গহমি গ্রামে। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
প্রসঙ্গত, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে ঝেপে বৃষ্টি হচ্ছে গোটা বাংলায়। তাতেই চরম দুর্দশায় দিন কাটছে রাজ্যের প্রান্তিক শ্রেণির মানুষদের। সূত্রের খবর, কবিতা দেবী এলাকার একটি হিমঘরে আলু বাছার কাজ করতেন। বুধবার সন্ধ্যায় তিনি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময়ও এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল। বাড়ি ঢোকার সময় প্রতিবেশী নিমাই বাগের গোয়াল ঘরের মাটির দেওয়াল তাঁর উপর ভেঙে পড়ে।
তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পাড়ার লোকেরা। দ্রুত তাঁকে উদ্ধার করে কালনার বৈদ্যপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কালনা হাসপাতালে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জামনা পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার তৃণমূল নেতা সুকুমার ঘোষ বলেন, বছর পনেরো আগে কবিতার স্বামী মারা গিয়েছেন। তারপর থেকে লোকের বাড়ি বাড়ি কাজ করে সংসার টানত। ওর আবাস যোজনায় নাম উঠেছিল। কিন্তু, কেন্দ্র তো টাকাই দিল না। না হলে এতদিন ওর পাকা বাড়ি হয়ে যেত। পাল্টা পান্ডুয়ার বিজেপি মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পোদ্দার বলছেন, তৃণমূল তো সঠিক হিসাবই দিতে পারেনি। তাই টাকা আটকেছে। ওদের দুর্নীতির জন্যই ঘর পায়নি সাধারণ মানুষ।
