Arambagh: মাছ আমদানি করতে যাচ্ছিলেন, পথেই মর্মান্তিক ঘটনা…
Arambagh: প্রত্যক্ষদর্শীদের মতে, গোঘাটের কামারপুকুর থেকে মাছ আমদানি করতে পিকআপ ভ্যান নিয়ে মেদিনীপুরের ময়নার উদেশ্যে রওনা হয়। যাওয়ার পথে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম অপরদিক থেকে আসা এক বাইক আরোহীকে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি।

আরামবাগ: দ্রুত গতিতে পিকআপ ভ্যান নিয়ে মাছ আমদানি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ২, আহত ১জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর করপুকুর এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, গোঘাটের কামারপুকুর থেকে মাছ আমদানি করতে পিকআপ ভ্যান নিয়ে মেদিনীপুরের ময়নার উদেশ্যে রওনা হয়। যাওয়ার পথে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম অপরদিক থেকে আসা এক বাইক আরোহীকে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। পরে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের।
পিক আপ ভ্যানের আরেকজনকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকেও মৃত বলে ঘোষনা করেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকেও আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, ময়নায় মাছ আমদানি করতে যাওয়া পিকআপ ভ্যানটি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে এর। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা।





