Bangladeshi Arrested: বৈধ নথি ছাড়াই ডানকুনিতে অবাধে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশিরা?

Bangladeshi Arrested: এদিনই এবার ভারতের জাল নথি-সহ দুই ব্যক্তিকে হাবরা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই বাংলাদেশির মধ্য়ে একজনের নাম বিন্তো কুমার সাহা, অন্যজন হরিপ্রসাদ দাস। একই ছবি দেখা গেল হুগলির ডানকুনিতে।

Bangladeshi Arrested: বৈধ নথি ছাড়াই ডানকুনিতে অবাধে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশিরা?
গ্রেফতার বাংলাদেশি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 16, 2025 | 5:51 PM

ডানকুনি: হাবরার পর এবার হুগলির ডানকুনি। ডানকুনি থেকে গ্রেফতার এক বাংলাদেশি। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে। এদিন তাঁকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাহাদত হোসেন ২০২০ সালে ভারতে আসেন টুরিস্ট ভিসায়। কিন্তু সেই ভিসার মেয়াদ ছিল তিন মাস। কিন্তু, তিন মাসের সময়সীমা পার হওয়ার পরেও তিনি ভারতে থেকে যান। ডানকুনির মনোহরপুরে একটি ভাড়া বাড়িতে থাকত সাহাদাত। 

এলাকায় পরিচিতিও গড়ে তুলেছিলেন সাহাদত। কিন্তু, তিনি যে এতদিন অবৈধভাবে ভারতে থাকছিলেন তা জানতে পেরে হতবাক এলাকার লোকজনও। বেআইনিভাবে ভারতে বসবাসের স্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর পার্সপোট। 

অন্যদিকে এদিনই এবার ভারতের জাল নথি-সহ দুই ব্যক্তিকে হাবরা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই বাংলাদেশির মধ্য়ে একজনের নাম বিন্তো কুমার সাহা, অন্যজন হরিপ্রসাদ দাস। এর মধ্যে বিন্তোর বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকায়। অন্যদিকে হরিপ্রসাদের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার বাগেরী থানার চর মাসি গ্রামে। দালাল ধরে বছরখানেক আগে তাঁরা ভারতে ঢোকেন বলে অভিযোগ।