
তারকেশ্বর: ত্রিপাক্ষিক বৈঠকে মাধ্যমে ভাবাদিঘিতে রেল ব্রিজের কাজ শুরু করল রেল দফতর। তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের ৮২.৪৭ কিলোমিটারের মধ্য মাত্র ৬০০ মিটারের কাজ হচ্ছিল না কিছুতেই। ভাবাদিঘি জটেই আটকে ছিল ওই কাজ। বারবার বাধা আসছিল সেই প্রজেক্টে। মাত্র ওইটুকু রাস্তার জন্য জোড়া যাচ্ছে না তারকেশ্বর ও বিষ্ণুপুর। অবশেষে সেই কাজ শুরু হয়েছে। এই প্রজেক্ট সম্পূর্ণ হলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
ভাবাদিঘির ৬০০ মিটার বাদ দিয়ে গোঘাট ও কামারপুকুর পর্যন্ত রেললাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চলছে ও অন্যদিকে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলের সিআরএস হয়ে গিয়েছে। কামারপুকুর ও জয়রামবাটির মধ্যে রেললাইনের কাজ জোরকদমে চলছে। তৈরি হয়ে গিয়েছে কামারপুকুর রেল স্টেশনও।
মার্চ মাসেই ওই প্রজেক্ট নিয়ে রায় দেয় কলকাতা হাইকোর্ট। এরপর বারবার রাজ্য প্রশাসনিক দফতর, রেল দফতর ও ভাবাদিঘির আন্দোলনকারীদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয়। ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র মিলেছে। রেল দফতর রাজি হয়েছে ভাবাদিঘির উপর দিয়ে ব্রিজ তৈরি করে রেললাইন নিয়ে যাওয়ার জন্য। তাই শুক্রবার সকাল থেকেই ভাবাদিঘিতে রেল ব্রিজের জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প চালু হলে বাঁকুড়া, পুরুলিয়া সঙ্গে হাওড়ার দূরত্ব অনেকটাই কমবে।