Bhadreswar Bomb Panic: হঠাৎ একটি বিকট শব্দ, কালো ধোঁয়ায় অন্ধকার চর্তুদিক, বিস্ফোরণে উড়ল ফার্নিচারের দোকানের ছাদও

Bhadreswar Bomb Panic: ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাও বাড়ি থেকে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি বারুদের গন্ধ পাওয়ায় গিয়েছে।

Bhadreswar Bomb Panic: হঠাৎ একটি বিকট শব্দ, কালো ধোঁয়ায় অন্ধকার চর্তুদিক, বিস্ফোরণে উড়ল ফার্নিচারের দোকানের ছাদও
ভদ্রেশ্বরে বোমাতঙ্ক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 1:46 PM

হুগলি: ভদ্রেশ্বর গৌরহাটিতে বোমাতঙ্ক। একটি ফার্নিচারের রবিবার রাতে হঠাৎই বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। জানা যাচ্ছে, রবিবার রাত ১১ টা নাগাদ জি টি রোডের পাশে এক ফার্নিচারের দোকানের ভিতরে বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাও বাড়ি থেকে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি বারুদের গন্ধ পাওয়ায় গিয়েছে। খবর দেওয়া হয় চাঁপদানি দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ভদ্রেশ্বর থানার আইসি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও থানার অন্যান্য অফিসার। গৌরহাটি, চাঁপদানি, তেলিনিপাড়া টিওপি-র জোনাল অফিসার ও পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে যান। দোকানের মালিক আকবর আলিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিস্ফোরণের জেরে দেওয়ালে ফাটল ধরেছে। কাচ ভেঙে পড়ে আছে।

এসবেস্টসের ছাদও উড়ে গিয়েছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের হাতে তেমন কিছু উঠে আসেনি। দোকান বন্ধ করে আপাতত সিল করে দিয়েছে পুলিশ। সোমবার সকালে ডিসি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশ, এসিপি ১ বাপ্পাদিত্য ঘোষ-সহ চন্দননগর কমিশনারেটের ফরেন্সিক দল দোকানে ঢুকে তদন্ত শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিকট আওয়াজের পর তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তেমন কিছুই বুঝতে পারেনি তাঁরা। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, “স্টিল ফার্নিচারের দোকানে কিছু বস্তাবন্দি স্ক্র্যাপ মাল রাখা ছিল। তার মধ্যে ব্যাটারি থেকে বিস্ফোরণ হতে পারে।শর্ট সার্কিট থেকে কিছু হয়েছে কিনা দেখা হচ্ছে। বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে পরীক্ষা করতে। তদন্ত চলছে।”