Dilip Ghosh: ‘অর্ধেকটা এগিয়েছি’, ব্যাট হাতে মাঠে নেমে কী বার্তা দিলীপের?
Dilip Ghosh: সিপিএমের রাজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করে এদিন দিলীপ বলেন, "ওদের মানুষ গঙ্গায় বিসর্জন দিয়েছে। তাদের আবার রাজ্য সম্মেলন। জেলা সম্মেলন। গরুর গাড়ির আবার হেডলাইট।"

শেওড়াফুলি: আর বছর খানেক বাকি রাজ্যে বিধানসভা নির্বাচনের। তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের নেতারা বলছেন, মমতা বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার সরকার গড়বেন তাঁরা। এই অবস্থায় রাজ্যের শাসকদলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। হুগলির শেওড়াফুলিতে এক অনুষ্ঠানে এসে তাঁর দাবি, ২০২৬ সালে রাজ্য সরকার গড়বে বিজেপিই।
রবিবার শেওড়াফুলিতে একটি ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে এসেছিলেন দিলীপ। সেখানে ব্যাট হাতে নামতে দেখা যায় তাঁকে। বাউন্ডারির বাইরে বল পাঠালেন। তারপরই ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে বিরোধীদের কার্যত উড়িয়ে দিলেন। দিলীপ ঘোষ বলেন, “ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি চলছে। বিজেপি গতবারে ধাক্কা দিয়েছিল। অর্ধেকটা এগিয়েছি আমরা। এবার পরিবর্তন হবে। মানুষও পরিবর্তন চাইছেন। আর বিজেপি একমাত্র বিকল্প। বিজেপির হাত দিয়েই পরিবর্তন হবে।”
মহাকুম্ভে বিপর্যয় নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দিলীপ বলেন, “আমি জানি না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুম্ভে গিয়েছেন কি না। কিন্তু তাঁদের সাংসদ, বিধায়করা দেখলাম খুব ডুব দিচ্ছেন আর প্রশংসা করছেন কুম্ভের। যাঁদের মনে পাপ তাঁরা স্নানও করতে পারেন না, প্রশংসাও করতে পারেন না। ষাট কোটি লোক স্নান করল। সত্তরটা দেশের লোক স্নান করল। কারও কষ্ট হল না। আমিও গিয়েছি গাড়ি চালিয়ে। অযোধ্যা, কাশী ঘুরে এলাম। ভিড় আছে। কিন্তু ভিড় তো হবেই। একশো চল্লিশ কোটি লোক ভারতে। যাঁরা যাচ্ছেন, তাঁদের মনে কোনও কষ্ট নেই।”
অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করে এদিন দিলীপ বলেন, “ওদের মানুষ গঙ্গায় বিসর্জন দিয়েছে। তাদের আবার রাজ্য সম্মেলন। জেলা সম্মেলন। গরুর গাড়ির আবার হেডলাইট।”





