Bomb Found in Hooghly: তৃণমূল কর্মীর VIDEO ভাইরাল, খোঁজ করতেই ১২ খানা বোমা পেল পুলিশ

Bomb Found in Hooghly: বিরোধীদের অভিযোগ, ধৃত তৃণমূল কর্মী শেখ শামিমের সঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুল ইসলামের যোগ আছে। বিরোধীদের আরও অভিযোগ, লোকসভা ভোটের আগে এলাকা অশান্ত করতে উপপ্রধানের সমর্থনেই এভাবে বোমা মজুদ করে রাখা হয়েছে।

Bomb Found in Hooghly: তৃণমূল কর্মীর VIDEO ভাইরাল, খোঁজ করতেই ১২ খানা বোমা পেল পুলিশ
উদ্ধার ১২ খানা বোমাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2024 | 9:11 PM

তারকেশ্বর: একগুচ্ছ বোমা উদ্ধার হুগলির তারকেশ্বরে। ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের পিয়াসারা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ শামিম, তিনি চাঁপাডাঙা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো কলের রেকর্ডিং ভাইরাল হয়। সেই ভিডিয়োতে দেখা যায়, শামিম পিয়াসারা এলাকার তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে কথা বলছিলেন। তাঁরই কোনও এক আত্মীয়কে বোমা মজুদ থাকার কথা বলছিলেন। আগ্নেয়াস্ত্র আছে বলেও দাবি করা হয়। সেই ভিডিয়ো কলের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

সেই রেকর্ডিং প্রকাশ্যে আসার পর তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার সকালেই শেখ শামিমকে গ্রেফতার করা হয়। এরপরই পিয়াসারা এলাকায় মজুত থাকা বোমার সন্ধান পায় পুলিশ। এদিন বিকেল চারটে নাগাদ এলাকা তল্লাশি শুরু হয়। নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের অধীন একটি পরিত্যক্ত ঘরে বোমার সন্ধান পাওয়া যায়। সেগুলি ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে। মোট ১২টি বোমা পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে তল্লাশি জারি থাকবে।

বিরোধীদের অভিযোগ, ধৃত তৃণমূল কর্মী শেখ শামিমের সঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুল ইসলামের যোগ আছে। বিরোধীদের আরও অভিযোগ, লোকসভা ভোটের আগে এলাকা অশান্ত করতে উপপ্রধানের সমর্থনেই এভাবে বোমা মজুদ করে রাখা হয়েছে।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান শেখ মণিরুল। তিনি বলেন, পুলিশ উপযুক্ত তদন্ত করে ব্যবস্থা নিক। শেখ শামিমকে তিনি চেনেন না বলেই দাবি করেছেন মণিরুল। অন্যদিকে, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজ নিয়ে দেখবেন।