AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF Jawan Detain in Pakistan: ‘অভিনন্দনের কথা মনে আছে তো…’, পাকিস্তানের হাতে আটকে থাকা জওয়ানকে ফেরাতে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

Hooghly: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে আরও চিন্তায় পূর্ণমের পরিবার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমের স্ত্রী রজনীকে আশ্বাস দিয়েছেন ফিরিয়ে আনার। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনার ব্যাপারে তৎপরতা দেখিয়েছেন।

BSF Jawan Detain in Pakistan: 'অভিনন্দনের কথা মনে আছে তো...', পাকিস্তানের হাতে আটকে থাকা জওয়ানকে ফেরাতে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর
পূর্ণম ফিরবে, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 13, 2025 | 7:57 PM
Share

হুগলি: অভিনন্দন বর্তমানের কথা মনে আছে? কী ভাবে এই বায়ুসেনা পাকিস্তানি ফাইটার বিমানকে গুলি করে নিচে নামিয়ে এনেছিলেন? পরে পাকিস্তান এই জওয়ানকে আটকে রেখেছিল। তবে তার খেসারত সে দেশ কীভাবে দিয়েছিল সকলের জানা। ভারতের চাপে মাথা নত এই সেনা অফিসারকে ফিরিয়ে দিয়েছিল পড়শি দেশ। এবারও সেই একই ভুল করেছে তারা। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আটকে রেখেছে তারা। কীভাবে ফিরবেন তিনি এবার সেই নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ দুবে। সঙ্গে মনে করিয়ে দিলেন অভিনন্দন বর্তমানের কথাও।

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে আরও চিন্তায় পূর্ণমের পরিবার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমের স্ত্রী রজনীকে আশ্বাস দিয়েছেন ফিরিয়ে আনার। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনার ব্যাপারে তৎপরতা দেখিয়েছেন। এরপর মঙ্গলবার আটক হওয়া বিএসএফ জওয়ানের প্রসঙ্গে মন্তব্য করেন কয়লা ও খনি দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে।

তিনি বলেন, “আমি নিশ্চিত উনি বেরিয়ে আসবে। একদম নিশ্চিত ওঁকে বের করে আনা হবে। সার্জিক্যাল স্ট্রাইকের সময় অভিনন্দন বর্তমানের কথা মনে আছে তো? আমি নিশ্চিত আমার ভাই ফেরত আসবে।”