AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly BSF Jawan: পাক সেনার ‘জিম্মা’-য় বাংলার ছেলে, ঘরে ফেরানোর কাতর আর্জি মা-স্ত্রীর

Hooghly BSF Jawan: পুর্নমের বাড়ি রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। বাড়িতে পুর্নমের স্ত্রী, সাত বছরের পুত্র রয়েছে। এছাড়া বাবা, মা ও দাদা রয়েছেন। পাক সেনার হাতে পুর্নম আটক হয়েছেন জানার পর থেকে দুশ্চিন্তায় পরিবার। কেঁদে চলেছেন পুর্নমের স্ত্রী-মা।

Hooghly BSF Jawan: পাক সেনার 'জিম্মা'-য় বাংলার ছেলে, ঘরে ফেরানোর কাতর আর্জি মা-স্ত্রীর
পুর্নমকে ঘরে ফেরানোর কাতর আর্জি মা ও স্ত্রীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 25, 2025 | 11:38 AM
Share

রিষড়া: ছেলেকে আটকে রেখেছে পাক রেঞ্জার্স। তাঁর মুক্তি নিয়ে ফ্ল্যাগ মিটিং চলছে বিএসএফ ও পাক সেনার। কিন্তু, বিএসএফ জওয়ান পুর্নম কুমার সাউকে পাক সেনা এখনও না ছাড়ায় চরম দুশ্চিন্তায় হুগলির রিষড়ার সাউ পরিবার। ছেলের কথা বলতে গিয়ে কেঁদে চলেছেন মা। পুর্নমের স্ত্রী ও পরিবারের কাতর প্রার্থনা, পুর্নমকে পাক সেনার কাছ থেকে মুক্ত করতে সবরকম ব্যবস্থা নিক কেন্দ্র।

গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর জঙ্গিদের হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। তা নিয়ে নতুন করে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এই আবহেই পাক সেনার হাতে আটক হন বিএসএফ কনস্টেবল পুর্নম কুমার সাউ। পাঠানকোট সীমান্তে ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় একটি গায়ের ছায়ায় বসেছিলেন। বুঝতে পারেননি ভুল করে পাকিস্তান সীমান্তে চলে গিয়েছেন। তাঁকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স।

পুর্নমের বাড়ি রিষড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। বাড়িতে পুর্নমের স্ত্রী, সাত বছরের পুত্র রয়েছে। এছাড়া বাবা, মা ও দাদা রয়েছেন। পাক সেনার হাতে পুর্নম আটক হয়েছেন জানার পর থেকে দুশ্চিন্তায় পরিবার। কেঁদে চলেছেন পুর্নমের স্ত্রী-মা। চোখের জল মুছতে মুছতে পুর্নমের স্ত্রী রজনী বলেন, “মঙ্গলবার রাতেও ওঁর সঙ্গে কথা হয়েছে। তখন পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে কথা হয়েছিল। পরদিন ওঁর এক বন্ধু আমাদের জানায় যে ওঁকে পাকিস্তান সেনা আটক করেছে।” তাঁর স্বামীকে ছাড়িয়ে আনতে পদক্ষেপের জন্য সরকারের কাছে আবেদন করলেন তিনি।

ছেলেকে পাক সেনা আটক করেছে জানার পর থেকেই কেঁদে চলেছেন পুর্নমের মা দেবন্তী দেবী। ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চান তিনি। পুর্নমের বাবা ভোলানাথ সাউ আবেদন করেন, “আমার ছেলেকে ফেরত আনতে সবরকম পদক্ষেপ করুক সরকার।”

পুর্নম কুমার সাউ

পরিবারের লোকজন বলছেন, পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হওয়ার খবর পাওয়ার পর পুর্নমের ফোনে ফোন করেছিলেন তাঁরা। ফোন বেজে যায়। কেউ ফোন তোলেননি। আর এখন ফোন সুইচড অফ রয়েছে।

এদিকে, এদিন পুর্নমের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি আশ্বাস দেন, পুর্নমকে ফিরিয়ে আনতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। তাঁকে ফিরিয়ে আনা হবেই বলে আশ্বস্ত করেন তিনি।