Hooghly: দুধে ভেজালের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, মেশানো হচ্ছিল রাসায়নিক!
Hooghly: ওই ঘটনায় পোলবা থানায় সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই এফআইআর-এই নাম ছিল তৃণমূল নেতা বিপ্লব সরকারের। নাম ছিল শাসক দল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীরও।

চুঁচুড়া: ভেজাল দুধ-কাণ্ডে জড়াল তৃণমূল নেতার নাম। গ্রেফতার হলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকার। শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। দুধের সঙ্গে রাসায়নিক মিশিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় নাম জড়ায় ওই তৃণমূল নেতার।
গত ১৩ এপ্রিল পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ ওঠে। সেই অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। একটি দুধের ট্যাঙ্কার ও একটি ছোট গাড়ি আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় তিনজনকে। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ছিল, দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণ বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হত।
ওই ঘটনায় পোলবা থানায় সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই এফআইআর-এই নাম ছিল তৃণমূল নেতা বিপ্লব সরকারের। তাঁকেই এবার গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নাম রয়েছে তৃনমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী সোনা শীলের।
এই ঘটনায় কটাক্ষ করছে বিজেপি। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে তারা। বিজেপির সপ্তগ্রাম মণ্ডলের সভাপতি অর্ঘ্য চক্রবর্তী বলেন, যে দুধ শিশুরা খায়, সেই দুধে কেমিক্যাল মিশিয়ে বাজারে বিক্রি করা হত। রাজহাট পঞ্চায়েতে হোসনবাদের একটা হোটেলে এই কারবার চলছিল। তাঁর কথায়, “তৃণমূল শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে, এবার ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না।”
