আরামবাগ: ভোটের প্রচারে আরামবাগ গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে আদ্যোপান্ত সিপিএম-কে দুষেছেন তিনি। শুধু তাই নয়, বাম আমলে আরামবাগ কেমন ছিল, বর্তমান পরিস্থিতি বা কী সেই বিষয়টিও তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, “তৃণমূল কংগ্রেস ভুল করলে দুটো থাপ্পড় দেবেন মেনে নেবে। সমঝে নেবে। সেই অধিকার আপনাদের কাছে আছে। কিন্তু সিপিএম বড় ধরনের গুন্ডা, বিজেপি যে বড় ধরনের গুন্ডা ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না।” এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “আপনারা দেখেছেন যে একটা-দু’টো ক্ষোভ ছিল আমরা অ্যাকশন নিয়েছি। আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে।”
আজ মুখ্যমন্ত্রীর গলায় বাম আমলের কথা শোনা যায়। তৎকালীন সময়ে মেদিনীপুর যখন গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় রাত্রি একটা নাগাদ বেরতেই তাঁর গা ছমছম করছিল। মমতা বলেছেন,তিনি দেখেন সিপিএম-এর ‘গুন্ডাদের’ ভয়ে পুকুরে লুকিয়ে আছেন লোকজন। মুখ্যমন্ত্রী বলেন, “দিদি দিদি আমরা লুকিয়ে আছি। আমাদের দেখতে পেলে মেরে ফেলবে। আর দেখছি চারিপাশে মদ আর মাংস।”