Dhaniakhali Murder Update: শারীরিক অবস্থার উন্নতি অভিযুক্তর, মা-বাবা-বোনকে খুনের ঘটনায় আদালতে তোলা হল যুবককে!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 10, 2021 | 2:48 PM

Hooghly: ঘরের পা রাখতেই ভয়ঙ্কর দৃশ্য। মেঝেতে চাপ চাপ রক্ত। ঘরের মধ্যে মা-বাবা-মেয়ে. তিন জনের শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

Dhaniakhali Murder Update: শারীরিক অবস্থার উন্নতি অভিযুক্তর, মা-বাবা-বোনকে খুনের ঘটনায় আদালতে তোলা হল যুবককে!
অভিযুক্ত ছেলে প্রমথেশ

Follow Us

ধনিয়াখালি: মা,বাবা,বোনকে খুনের ঘটনায় প্রমথেশকে গ্রেফতার করল পুলিশ (Police)। আজ তাকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে (Chinsurah Court) তোলা হবে। পুলিশ তাকে উদ্ধার করে ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি। শাররীক অবস্থার উন্নতি হওয়ার পর প্রমথেশকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, মাঝেমধ্যে বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেতেন প্রতিবেশীরা। কিন্তু নিতান্ত পারিবারিক বিষয় ভেবে কেউ বিশেষ মাথা ঘামাতেন না। তাই সোমবার সন্ধ্যায় যখন চিৎকার শুনতে পেয়েছিলেন, প্রথমটায় বিশেষ আমল দেননি কেউই। কিন্তু চিৎকারের পরে বদলে যায় আর্তনাদে। খটকা লাগে প্রতিবেশীদের। কিছুটা আগ বাড়িয়েই তাঁরা প্রমথেশের বাড়িতে ঢুকে যান। ঘরের পা রাখতেই ভয়ঙ্কর দৃশ্য। মেঝেতে চাপ চাপ রক্ত। ঘরের মধ্যে মা-বাবা-মেয়ে. তিন জনের শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। হাত মাংস কার্যত খুবলে বেরিয়ে এসেছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে হাতের শিরা কেটে। দূরেই রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন ছেলে প্রমথেশ। হুগলির (Hooghly) ধনিয়াখালির দশ নম্বর ঘড়ারায় ভয়ঙ্কর ঘটনা।

চল্লিশ বছর ধরে অসীম ঘোষাল, তাঁর স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে দশ ঘড়ারায় পাড়া এলাকার রাজ বাড়িতে থাকতেন। ওই বাড়ি থেকে কয়েক বছর আগে মেয়ের বিয়ে হয়ে যায়। ভাইফোঁটা উপলক্ষে পল্লবী বাপের বাড়িতে গিয়েছিলেন। স্থানীয়রা জানাচ্ছেন প্রমথেশ দীর্ঘদিন ধরেই জটিল রোগে আক্রান্ত। ফলে তা নিয়ে পরিবারে কিছু সমস্যা ছিল।

ছোটখাটো কাজ করতেন বাবা অসীম। পরিবারে অভাব ছিল। একেবারে সংসার খরচ তার উপর ছেলের চিকিত্সার অনেক খরচ। অভাবের সংসারে অশান্তি তাই লেগেই থাকত। সোমবার রাতেও বাড়িতে অশান্তি হয় বলে জানান প্রতিবেশীরা। এক প্রতিবেশীর কথায়, “প্রথমে আমরা ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। এমনটা তো মাঝেমধ্যেই হয়। কিন্তু তারপর দেখি আর্তদান ভেসে আসছে ঘর থেকে। ঘর ঢুকতেই গোঙানির শব্দ পাই। তারপরই ভয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত অবস্থায় তিন জন পড়েছিল মাটিতে। আর ছেলে তখন কাতরাচ্ছে।”

প্রতিবেশীরাই খবর দেন থানায়। পুলিশ গিয়ে তিন জনকে যতক্ষণে উদ্ধার করে, ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে। তিন জনেরই হাতের শিরা কাটা ছিল। ধারালো কোনও অস্ত্র দিয়েই শিরা কাটা হয়েছিল বলে অনুমান। প্রমথেশের হাতের ক্ষতও একই রকম ছিল। পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। তাঁর অবস্থাও সঙ্কটজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।

আরও পড়ুন: Kunal Ghosh On Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম দিবসে’ শুভেন্দুর জন্ম বৃত্তান্ত নিয়ে কদর্য আক্রমণ কুণালের, শুরু রাজনৈতিক চর্চা

আরও পড়ুন: Child death: খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হল না পরিবেরের ‘দুষ্টু’ ছেলেটার! শোকার্ত গোটা পরিবার

 

 

Next Article