Mithun Chakraborty: ‘মার খেয়ে আসবেন না, পাল্টা মার দিয়ে আসবেন’, কর্মীদের ‘অক্সিজেন’ দিলেন মিঠুন

Mithun Chakraborty: বাঙালি অস্মিতায় জোর দিয়ে রোজই যখন পরিযায়ী হেনস্থা নিয়ে সরব হচ্ছে তৃণমূল তখন ক’দিন আগে তা নিয়ে রাজ্যের তুলোধনা করতে দেখা গিয়েছিল মিঠুনকে। তাঁর দাবি, পুরোপুরি মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

Mithun Chakraborty: ‘মার খেয়ে আসবেন না, পাল্টা মার দিয়ে আসবেন’, কর্মীদের ‘অক্সিজেন’ দিলেন মিঠুন
মিঠুন চক্রবর্তী Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 25, 2025 | 11:21 PM

আরামবাগ: বাংলায় ঘুরছেন মিঠুন। দিচ্ছেন দাওয়াই। ভোটমুখী বাংলায় এদিন গেলেন আরামবাগে। কর্মীসভায় যোগ দিয়ে দিলেন তপ্ত ভাষণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক্কেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, “আমি কর্মীদের বলেছি মার খেয়ে আসবেন না। মার দিতে এলে পাল্টা মার দিয়ে আসবেন।” শুধু তাই নয়, ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের স্ট্যান্ডেরও পাশে দাঁড়ালেন। SIR নিয়ে বলতে গিয়ে মিঠুন বলেন, কমিশন যেটা বলছেন সেটাই হবে। যত চুরি-চামারি হত বন্ধ হয়ে যাবে। ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে। 

অন্যদিকে বাঙালি অস্মিতায় জোর দিয়ে রোজই যখন পরিযায়ী হেনস্থা নিয়ে সরব হচ্ছে তৃণমূল তখন ক’দিন আগে তা নিয়ে রাজ্যের তুলোধনা করতে দেখা গিয়েছিল মিঠুনকে। তাঁর দাবি, পুরোপুরি মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। ভোটের আগে উস্কানি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে ওড়িশা থেকে হরিয়ানা, একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠছে। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতির আঙিনা। মিঠুন যদিও বলছেন, শুধুমাত্র তাঁরাই মার খাচ্ছেন যাঁরা অনুপ্রবেশকারী। তাঁর আরও সংযোজন, “সরাসরি মিথ্যা কথা বলা হচ্ছে। কোন বাঙালিদের মারা হচ্ছে? যারা এখানে এসে আছে। কোনওদিন বাঙালিদের উপর কোনও অত্যাচার হয়নি।”