TMC MLA: তৃণমূল বিধায়কের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে টাকা তোলার চেষ্টা, লালবাজারে অভিযোগ দায়ের

Ashique Insan | Edited By: জয়দীপ দাস

Mar 15, 2025 | 2:34 PM

TMC MLA: বিষয়টি সামনে আসতেই কপালে চিন্তার ভাঁজ চাওড়া হয় বিধায়কেরও। কয়েকদিন আগেই শ্রীরামপুর থানায় অভিযোগও দায়ের হয়। ইতিমধ্যেই আবার লালবাজারেও অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

TMC MLA: তৃণমূল বিধায়কের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে টাকা তোলার চেষ্টা, লালবাজারে অভিযোগ দায়ের
জোর শোরগোল শ্রীরামপুরের রাজনৈতিক মহলে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

শ্রীরামপুর: বিধায়কের নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট, নাম ভাঙিয়ে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে জোর শোরগোল শ্রীরামপুরে। ইতিমধ্যেই শ্রীরামপুর থানার পাশাপাশি লালবাজারেও অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছুদিন আগেই শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। অভিযোগ, ওই অ্যাকাউন্ট থেকেই বিধায়কের অনুগামী ও পরিচিতদের কাছে মেসেজ পাঠানো হয়। চাওয়া হয় টাকা। 

বিষয়টি সামনে আসতেই কপালে চিন্তার ভাঁজ চাওড়া হয় বিধায়কেরও। কয়েকদিন আগেই শ্রীরামপুর থানায় অভিযোগও দায়ের হয়। ইতিমধ্যেই আবার লালবাজারেও অভিযোগ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে এই খবর জোর শোরগোল হুগলির ঘাসফুল শিবিরের অন্দরেও। খোদ বিধায়কের নাম করে প্রতারণার চেষ্টায় হতবাক তৃণমূল কর্মীরাও। ইতিমধ্যেই ৯ হাজার টাকা দিয়ে একজন প্রতারিতও হয়েছেন বলে জানা যাচ্ছে।  

সুদীপ্ত রায়ের অনুগামী বলেই এলাকায় পরিচিত তৃণমূল কর্মী শুভময় দাস। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলছেন, “বেশ কিছুদিন ধরেই ফেসবুকে একটি অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি। যেখানে আমাদের বিধায়কের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। আমি শ্রীরামপুর থানায় অভিযোগ জানিয়েছি। ওই অ্যাকউন্ট থেকে বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ফোন করা হচ্ছে। তারপর ফার্নিচার বিক্রির নামে টাকা চাওয়া হচ্ছে। আরও নানাভাবে টাকা চাইছে। রিষড়ার এক ব্যক্তি ৯ হাজার টাকাও দিয়েছে। তাই আমাদের অনুরোধ এই অ্য়াকাউন্ট থেকে কোনও ফাঁদ পাতা হলে পা দেবেন না।” 

Next Article