Hooghly: ‘…দেখি যদি অন্য সোর্স কাজে লাগাতে পারি’, পাকিস্তানে আটক থাকা BSF জওয়ানের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Hooghly: জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রায় পাঁচ মিনিট কথা বলেন রজনী সাউয়ের সঙ্গে। আটক হওয়া বিএসএফ জওয়ানের স্ত্রীর দাবি,রজনীর শারীরিক ও পারিবারিক অবস্থার কথা জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হুগলি: এখনও পাকিস্তান ছাড়েনি বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে আদৌ পড়শি দেশ তাকে ছাড়বে কি না তা নিয়ে সংশয় রয়েছে পূর্ণমের পরিবার ও তাঁর স্ত্রীর রজনীর মধ্যে। এবার স্বামীকে ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ রজনী।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রায় পাঁচ মিনিট কথা বলেন রজনী সাউয়ের সঙ্গে। আটক হওয়া বিএসএফ জওয়ানের স্ত্রীর দাবি,রজনীর শারীরিক ও পারিবারিক অবস্থার কথা জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব রকম সহায়তার কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পূর্ণমকে ছাড়িয়ে আনার জন্য যা করার উনি করবেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন পূর্ণমকে পাকিস্তান রেঞ্জার্সরা আটক থাকলেও সুস্থ আছেন তিনি।
এ দিন মুখ্যমন্ত্রী জানতে চান পূর্ণমের বাড়িতে কে কে আছেন। তাঁরা কে কী কাজ করেন। তখন রজনী জানান, তাঁর শ্বশুর রয়েছেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য কাজ করতে পারেন না। আর ভাসুর রয়েছেন। তিনি টোটো চালান। রজনী ফোনে মুখ্যমন্ত্রীকে বলেন, “আমার কাছে কোনও টাকা নেই। আগে অনলাইনে টাকা পাঠাতেন উনি (পূর্ণম)…. আমি তিন মাসের অন্তঃসত্বা। কী করে কাজ করব?” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “আপনি অন্তঃসত্বা। এই অবস্থায় কী কাজ করবেন। আচ্ছা দাঁড়ান দেখছি আমি কী করতে পারি…আমি তো বুঝতে পারিনি বিএসএফ কেয়ার করবে না। আমি দেখছি যদি অন্য সোর্স কাজে লাগাতে পারি।”





