Hooghly: দীর্ঘদিন একসঙ্গে রাত কাটানোর পরও বিয়ে করতে চাননি প্রেমিক, তাই কি আত্মহত্যা নার্সের? পুলিশ সূত্রে এল বিস্ফোরক তথ্য
Hooghly: হুগলির সিঙ্গুরের নার্সিংহোমে প্রশিক্ষণরত নার্সের মৃত্যুর ঘটনায় প্রেমিককে আগেই গ্রেফতার করেছে পুলিশ। পরে সিঙ্গুর থানার পুলিশ আদালতের নির্দেশে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

হুগলি: ‘মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।’ এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন সিঙ্গুরের নার্সিংহোমে মৃত্যু হওয়া নার্সের বাবা। এবার এই ঘটনায় ফের নয়া মোড়। পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
হুগলির সিঙ্গুরের নার্সিংহোমে প্রশিক্ষণরত নার্সের মৃত্যুর ঘটনায় প্রেমিককে আগেই গ্রেফতার করেছে পুলিশ। পরে সিঙ্গুর থানার পুলিশ আদালতের নির্দেশে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রেমিক জানিয়েছেন, ঘটনার দু’দিন আগে অর্থাৎ ১০ অগস্ট হুগলির ডানকুনি থানা এলাকার একটি হোটেলে একসঙ্গে রাতে থেকেছেন তাঁরা। এমনকী, আগেও তাঁরা বিভিন্ন জায়গায় একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন। হোটেলে থেকেছেন। সম্প্রতি, মৃতা বিয়ের জন্য চাপ দিচ্ছিল প্রেমিককে। কিন্তু প্রেমিক নানা অছিলায় বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছিলেন। সেই মানসিক অবসাদের জেরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ধৃত প্রেমিক অন্যত্র বেসরকারি নার্সিংহোমে কাজ করত ডায়ালিসিস বিভাগে। কাজের সূত্র ধরে মৃত নার্সের সঙ্গে পরিচয়। এরপর গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে দু’জনে। উল্লেখ্য, সিঙ্গুরের নার্সিংহোমে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছিল পুলিশ। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে হুগলি জেলা গ্ৰামীণ পুলিশ খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করে। ঘটনার প্রাথমিক কিছু তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যেই রয়েছে এই অভিযুক্ত।

