Hooghly: ওয়ার্ডে হচ্ছে না কাজ! পৌরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি খোদ কাউন্সিলরের
Hooghly: বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা, বেহাল নিকাশি, জলের পাইপ লাইনের কাজ সঠিক ভাবে হচ্ছে না বলে অভিযোগ শাসক দলের কাউন্সিলর হরিপদ পালের। পুরসভা ঘেরাও ও অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হুগলি: ওয়ার্ডে হচ্ছে না কাজ। এই অভিযোগ তুলে পুরপ্রধান ও বিধায়ককে চিঠি করলেন কাউন্সিলর। কাজ সঠিকভাবে না হলে পুরসভা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর।
বৈদ্যবাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা, বেহাল নিকাশি, জলের পাইপ লাইনের কাজ সঠিক ভাবে হচ্ছে না বলে অভিযোগ শাসক দলের কাউন্সিলর হরিপদ পালের। পুরসভা ঘেরাও ও অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর তা নিয়েই রাজনৈতিক চর্চা।
কাউন্সিলরের অভিযোগ, প্রায় এক বছর ধরে রাস্তার বেহাল অবস্থা, জলের পাইপ লাইন রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে এলাকায় জল জমছে।পাশাপাশি নিকাশি সমস্যা নিয়েও চেয়ারম্যান জানানোর পরেও কোন কাজ হয়নি। সাধারণ মানুষকে জবাব দেওয়া যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদেরও সেই একই অভিযোগ। যদিও পুরপ্রধান পিন্টু মাহাতোর পাল্টা অভিযোগ, “ওয়ার্ডে সময় দেন না কাউন্সিলর। ২৩টা ওয়ার্ডের মানুষকে নিয়ে ঘেরাও করবে বলছেন। নিজের ওয়ার্ডে থাকেন না। আবার ঘেরাও করবেন বলছেন আমার জানা নেই। ওয়ার্ডগুলো অনুন্নত রয়েছে, সেখানে ফান্ড দিয়েছি। ওকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে। উনি যা বলছেন ভিত্তিহীন কথা।”
স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, “আমাকে চিঠি দিয়েছে। নতুন কাউন্সিলর হয়েছে। এই বিষয়ে অভিজ্ঞতা কম। এই কাজ গুলো কেএমডিএ করছে। উনি জানেন না টাকাগুলো কীভাবে আসে। তার জন্য পুরসভার সঙ্গে যুক্ত থাকতে হয়। ইচ্ছাকৃত আটকে রাখার কিছু নেই।”





