প্রবীর ঘোষালকে ‘তৃণমূলে স্বাগত’ জানিয়ে কোন্নগরে পড়ল পোস্টার!

গত মঙ্গলবারই কোন্নগরের কিছু এলাকায় প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। তৃণমূলে তাঁকে কোনও ভাবেই নেওয়া যাবে না বলে পোস্টার পড়েছিল।

প্রবীর ঘোষালকে 'তৃণমূলে স্বাগত' জানিয়ে কোন্নগরে পড়ল পোস্টার!
জাগোবাংলায় ফের কলম ধরলেন প্রবীর, নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 17, 2021 | 2:16 PM

হুগলি: এবার প্রবীর ঘোষালকে (Prabir Ghosal) তৃণমূলকে স্বাগত জানিয়ে পোস্টার পড়ল কোন্নগরে। দুটি পোস্টারে একটিতে লেখা হয়েছে, “বিশিষ্ট সাংবাদিক ও প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল আপনাকে তৃণমূলের স্বাগত”। অপরটিকে লেখা, “প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল এগিয়ে চলো। আপামর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তোমার সঙ্গে আছে।”

উল্লেখ্য, গত মঙ্গলবারই কোন্নগরের কিছু এলাকায় প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। তৃণমূলে তাঁকে কোনও ভাবেই নেওয়া যাবে না বলে পোস্টার পড়েছিল। তার নীচে লেখা ছিল তৃনমূল কর্মীবৃন্দ। এ প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেছিলেন, “দল এই সব পোস্টার ফেলার বিষয়টিকে অনুমোদন করে না।” কোন্নগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন দাস বলেছিলেন, “যাঁরা প্রবীর ঘোষালের থেকে সবচেয়ে বেশি উপকার পেয়েছেন, তাঁরাই এই পোস্টার ফেলেছে। দল কাকে নেবে না নেবে সেটা কর্মীরা ঠিক করবেন না। ঠিক করবেন দলনেত্রী।”

দিন কয়েক আগে ডোমজুড়ে রাজীব বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার দিয়ে প্রতিবাদ জানান তৃনমূল কর্মীরা। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল সম্পাদক কুণাল ঘোষের বাড়িতে গিয়ে দেখা করার পর থেকেই এই জল্পনা বেড়েছে। আর তখন থেকেই ক্ষুব্ধ তৃণমূলকর্মীরা। সোমবার ডোমজুড়ে বিক্ষোভও দেখান তাঁরা।

প্রবীর ঘোষালকে যদিও কোনও তৃণমূল নেতার সঙ্গে প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি, বা তিনি করেননি। তবে কয়েকদিন আগে তাঁর মায়ের মৃত্যুর পর বিজেপির কোন নেতা খোঁজ নেননি বলে অভিযোগ জানিয়েছিলেন। বরং সেই সময় তৃনমূলের স্থানীয় ও রাজ্য নেতৃত্ব তাঁর খোঁজ নিয়েছেন বলে জানান প্রবীর ঘোষাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় তাঁর মুখেই। তৃণমূলের আচরণ মন ছুঁয়ে গিয়েছে, বলছিলেন বিজেপি নেতা প্রবীর ঘোষাল।

আরও পড়ুন: ‘ল্যাম্পপোস্টে বেঁধে আমাকে পেটানোর হুমকি দিচ্ছেন রত্না’, রাত পোহাতেই বৈশাখী ভুগছেন রত্না-ফোবিয়ায়!

ভোট পরবর্তী বিজেপির কোনও কর্মসূচিতে তাঁকে সেভাবে দেখা যায়নি। এদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অবগত। সেক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরলে, তাঁরও প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।