Hooghly: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, পুজোর অনুদান বয়কট!

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 25, 2024 | 2:45 PM

Hooghly: টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করেন পুজো কমিটির সদস্যরা। এর আগে উত্তরপাড়া তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। সেই উত্তরপাড়া থানা এলাকারই কোন্নগর মাস্টারপাড়ায় এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করল।

Hooghly: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, পুজোর অনুদান বয়কট!
পুজোর অনুদান বয়কট!
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: উত্তরপাড়ার তিনটি পুজোর পর এবার কোন্নগরে পুজোর অনুদান বয়কট!মাইক প্রচার করে ঘোষণা। কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি পল্লিবাসীদের সভা ডেকে সিদ্ধান্ত নিয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে এবার পুজো অনুদান বয়কট করবে তাঁরা। টোটোয় মাইক বেঁধে ফ্লেক্স ছাপিয়ে প্রচার করে অনুদান বয়কটের কথা প্রচার করেন পুজো কমিটির সদস্যরা।

এর আগে উত্তরপাড়া তিনটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। সেই উত্তরপাড়া থানা এলাকারই কোন্নগর মাস্টারপাড়ায় এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করল।

পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী বলেন, “উৎসব পরে আসে আগে আমাদের সম্মান। আমরা নারী আমরা বাইরে কাজ করি বা বাড়িতে থাকি আমাদের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে। সেই জায়গাটাতেই আঘাত আসছে।আমরা প্রথমে দোষীর শাস্তি চাই। কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যায় অপরাধ করেও কোন শাস্তি হয় না। আমরা এই ঘটনাটা থেকে সরতে পারছি না। তাই আমরা বলছি অনুদান না আগে মানুষ হিসেবে সেই মর্যাদা সেই মূল্যটা পাই।”

ক্লাবের সদস্য কমল মুখোপাধ্যায় বলেন, “আমাদের পুজো কমিটির মিটিং হয় সেখানে একজন মানুষও বলেনি অনুদানের পক্ষে। তাই সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর জি করের ঘটনার প্রতিবাদে আমরা অনুদান বয়কট করব। সরকার যদি পরেরবার অনুদান না দিতে চায় তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা অনুদানের ওপর ভরসা করে পুজো করি না। প্রায় ৩৫০ পল্লিবাসী আছে আমরা পুজো হয়ে যাবে।কিন্তু আগে এই ঘটনার বিচার চাই।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article