Hooghly Suicide: ভাড়াটের মানসিক চাপেই ‘আত্মহত্যা’, রেললাইনের ধার থেকে উদ্ধার বাড়িওয়ালার ক্ষতবিক্ষত দেহ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 31, 2022 | 8:29 AM

Hooghly Suicide: পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির একতলায় গত তিন বছর ধরে ভাড়া রয়েছেন বুবুন নাগ। সুদীপ বসুর স্ত্রী বীনা বসুর অভিযোগ, ফেব্রুয়ারি মাসে বাড়ি ভাড়ার চুক্তি শেষ হয়ে গেলেও ঘর ছাড়তে চাইছেন না বুবুন।

Hooghly Suicide: ভাড়াটের মানসিক চাপেই আত্মহত্যা, রেললাইনের ধার থেকে উদ্ধার বাড়িওয়ালার ক্ষতবিক্ষত দেহ
আত্মঘাতী প্রৌঢ় (নিজস্ব চিত্র)

Follow Us

হুগলি: রেল লাইনের ধার থেকে এক প্রৌঢ়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, ভাড়াটের মানসিক চাপে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের হারান বন্দ্যোপাধ্যায় লেনে। মৃতের নাম সুদীপ বসু (৫০)। তাঁর মৃতদেহ মঙ্গলবার রাতে কোন্নগর রেল লাইন থেকে উদ্ধার হয়। আজ তাঁর দেহ ময়নাতদন্তের পর বাড়ি নিয়ে আসা হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির একতলায় গত তিন বছর ধরে ভাড়া রয়েছেন বুবুন নাগ। সুদীপ বসুর স্ত্রী বীনা বসুর অভিযোগ, ফেব্রুয়ারি মাসে বাড়ি ভাড়ার চুক্তি শেষ হয়ে গেলেও ঘর ছাড়তে চাইছেন না বুবুন। দশ মাসের ভাড়াও দেননি। উঠে যাওয়ার কথা বললে নানা ভাবে হুমকি দেন। মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখান। পুলিশে মিথ্যা অভিযোগও করে। সেই কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরে আত্মঘাতী হয়েছেন সুদীপ। স্ত্রী এক্ষেত্রে ভাড়াটেকেই দায়ী করেছেন।

সুদীপ বসুর দিদি মৌসুমী মিত্রের অভিযোগ,ভাড়াটে বুবুনের জন্য প্রচণ্ড মানসিক চাপে ছিল ভাই। বাড়ি বিক্রির কথাবার্তা চলছিল কিন্তু ভাড়াটে ছাড়তে চাইছে না।ঘর ভাড়া নিয়ে সিকিউরিটি এজেন্সি খুলে বসে ভাড়াটে।কিছু বললে ভয় দেখাত এমনকি পুলিশে মিথ্যা অভিযোগ করেছিল।সেকারনেই ভাই এই সিদ্ধান্ত নিয়েছে।আমরা এর বিচার চাই।ভাড়াটের শাস্তি চাই।

কোন্নগর পুরসভার দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তন্ময় দেব বলেন, “বুবুন নাগ একটা চিটিংবাজ মামলাবাজ লোক। সিকিউরিটি গার্ডের কাজ করিয়ে পয়সা দেয় না, কিছু বললেই পুলিশে অভিযোগ করিয়ে জেল খাটায়। ওকে কোন্নগরের সবাই চেনে। গতকালও ওই বাড়িতে পুলিশ গিয়েছিল। তার পরেই শুনলাম এই ঘটনা। পুলিশের ভয় দেখিয়ে চিটিংবাজি করা বুবুনের কায়দা। পুলিশকে বলব এই ঘটনার সঠিক তদন্ত করে শাস্তি দিতে।” ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: Bagtui Massacre: সরাসরি যোগের সম্ভাবনা, ভাদু শেখ খুনে গ্রেফতার আরও দুই, পুলিশের জালে মোট ৬

আরও পড়ুন: Bagtui Massacre: ওই রাতে সব ঘটেছে তাঁরই চোখের সামনে, বগটুইয়ে প্রথম এই একমাত্র গ্রামবাসীর বয়ান রেকর্ড করল সিবিআই

Next Article