Hooghly: স্ত্রীকে দিয়েই বন্ধুকে ডেকে পাঠান, অন্ধকার শিবমন্দিরে তাঁর সঙ্গে ভিড়িয়ে দেন বউকে, তারপর অভিজিৎ যা করলেন…
Hooghly: পোলবার মহনাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। অভিজিতের বন্ধু রাজ বর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার। এনিয়ে অশান্তি হত পরিবারে। কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে ফিরে আসে সাগরিকা।

হুগলি: বাড়িতে আড্ডা মারতে আসতেন বন্ধু। স্ত্রীও তাঁর সঙ্গে গল্প করতেন। সেরমক কিছুই মনে হয়নি অভিজিতের। কিন্তু তলে তলে বন্ধুর প্রেমেই যে স্ত্রী হাবুডুবু খাচ্ছে, তা আঁচ করতে দেরি হয়ে যায়। যতক্ষণে জানতে পারেন, জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। এরপর এই নিয়ে অশান্তি হতে থাকে পরিবারে। শেষমেশ স্ত্রীকে দিয়েই ফোন করিয়ে তাঁর প্রেমিককে পাড়ার শিব মন্দিরে ডেকে পাঠান অভিজিৎ। আর তারপরই কাজ হাসিল। স্ত্রীর প্রেমিককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পোলবায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোলবার মহনাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। অভিজিতের বন্ধু রাজ বর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকার। এনিয়ে অশান্তি হত পরিবারে। কয়েকদিন আগে মহানাদে মায়ের কাছে ফিরে আসে সাগরিকা।
জানা গিয়েছে, রবিবার রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ। রাতে পাড়ার শিব মন্দিরে বসে থাকে। সেখানে সাগরিকার স্বামী রাজকে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। জখম অবস্থায় তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের।
সাগরিকার মা কল্যাণী সরকার বলেন, “মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম।স্বামীর ঘরে অত্যাচার করা হত তাঁকে। জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইত। জামাই পছন্দ করত না।”
সাগরিকা বলেন, “আমি রাজকে ভালোবাসতাম। আমার সঙ্গে দেখা করতে আসে।আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ফোন করায়। জানতে চায় এসেছে কিনা।রাজ জানায় সে শিব মন্দিরে আছে। আমি গিয়ে ওকে চলে যেতে বলি। অভিজিৎ ছুরি নিয়ে এসে আঘাত করে।” হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রাজের। ইমামবাড়া হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





