চুঁচুড়া: চাঞ্চলকর ঘটনা। সকালেও হয়েছিল পুজো। এরপর দুপুরে সব ঠিকই ছিল। কিন্তু সন্ধে নাগাদ ঠাকুর ঘরের আলো জ্বালতে গিয়ে দেখা যায় অদ্ভূত ঘটনা। আসনে নেই শিব-দুর্গার বিগ্রহ। রহস্যজনক ভাবে প্রাচীণ এই সোনার মূর্তি চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, চুঁচুড়ার তালডাঙা দাসপাড়ার গাঙ্গুলীর বাড়ির প্রায় আশি বছরের পুরোনো সোনার শিব দুর্গা (হর পার্বতী) মূ্র্তি চুরি হয় গত রবিবার। গৃহকর্তা তুহীন গাঙ্গুলী তাঁর স্ত্রী পায়েল গাঙ্গুলী ও তাঁদের বছর পাঁচেকের ছেলে সারাদিন বাড়িতেই ছিলেন সেই সময়। ঠাকুর ঘরে শিবদুর্গা ছাড়াও অন্যান্য বিগ্রহ নিত্য পুজো হয়।একজন পুরোহিত সকালে আসেন পুজো করতে। সেদিনও পুজো করে চলে যান। পরে পায়েল দেবী স্নান করে ঠাকুর প্রণাম করেন। এরপর সন্ধেবেলায় ঘরের আলো জ্বালতে গিয়ে দেখেন সিংহাসনে শিবদুর্গার বিগ্রহ নেই।সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। তখন বুঝতে পারেন চুরি হয়ে গিয়েছে। এরপর আর দেরি না করে তুহীন গাঙ্গুলী পুলিশে জানান। তবে কীভাবে ঘরের ভিতর থেকে শিবদুর্গা বিগ্রহ চুরি হয়ে গেল তা বুঝে উঠতে পারছেন না গাঙ্গুলী দম্পতি।
পরিবার সূত্রে খবর, বাড়িতে আত্মীয়রা মাঝে মধ্যে আসেন। পরিচারিকারাও আছেন। পাড়ার লোকজন জন্মদিন অন্নপ্রাশন বা শুভ কাজ থাকলে এখানেই আসেন। তাই প্রত্যেকের জন্যই অবারিত দ্বার গাঙ্গুলী বাড়ির। কিন্তু কে সেই প্রাচীণ দুর্মূল্য মূর্তি চুরি করল তা বুঝে উঠে পারছে না তারা।
তুহীন গাঙ্গুলী জানিয়েছেন, তাঁর দাদু হৈম কুমার গাঙ্গুলীকে এই মূর্তি দিয়েছিলেন এক জমিদার। সেই থেকে গাঙ্গুলী বাড়িতে পুজো হয়ে আসছে। বিগ্রহ চুরি মানে বাড়ির একজন সদস্য চলে যাওয়ার মত। এটা শুধু দু ইঞ্চি সোনার মূর্তি বলে চুরি হয়েছে এমনটা নাও হতে পারে। এর যে প্রাচীন মূল্য আছে সেই কারণেও চুরি হতে পারে বলে মনে করছেন তুহীন। যারা তাঁদের বাড়িতে আসেন তাঁদের তালিকা তৈরি করে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। তাঁদের মধ্যে কারোর এই প্রাচীণ বস্তু সংগ্রহের নেশা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ত
দন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনও পরিচিত লোকের কাজ হতে পারে। কারণ গাঙ্গুলী বাড়ির অন্দর মহলে ঠাকুর ঘর। সেখানে যেতে গেলে কারোর নজরে পরবেই। ঠাকুর ঘরে যাদের ঢোকার অনুমতি আছে তাঁদের মধ্যেই কেউ জড়িত কিনা তা দেখছে পুলিশ।
আরও পড়ুন: Car Accident: গাড়ি দুর্ঘটনার কবলে হুমায়ুন কবির, পিছন থেকে লরি এসে ধাক্কা মারে বিধায়কের গাড়িতে