হুগলি: রাজ্যে চলছে দ্বিতীয় দফার পুরভোট (Municpal Election)। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই আশাবাদী জয়ের জন্য। তবে এদিন একটু বেশিই আত্মবিশ্বাসী হতে দেখা গেল বৈদ্যবাটির নির্দল প্রার্থীকে। ভোট হওয়ার চার ঘণ্টার মধ্যেই তিনি বুঝে গিয়েছেন তাঁর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। সেই কারণে গলায় ফুলের মালা পরে বাইক নিয়ে এলাকা চষে বেড়ালেন তিনি।
বৈদ্যবাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ড। এইবছর ওই এলাকায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন নির্মলেন্দু সাহা। আজ শেওড়াফুলি নেতাজি স্কুলে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়ে। পরে নির্দল প্রার্থী নির্মলেন্দু সাহার দাবি, ভোটাররা ভোট দিয়ে বেরোনার সময় তাঁকে আশ্বস্ত করেছেন। তিনিই জিতেছেন। সেই বিশ্বাস থেকেই গলায় ফুলের মালা পরে ঘুরছেন তিনি। তিনি কোনও দলের প্রার্থী নন। রাজনৈতিক কোনও দলের তকমা ওনার পিছনে নেই। নির্দলী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। জয় লাভ করে মানুষের কাজ করতে চান। মানুষ মানে জনগণ। সেই জনগণের কথা মতোই তিনি মালা পরেছেন।
ওই নির্দল প্রার্থী বলেন, “জনগণ জয়ী হিসাবে আমায় মালা পরিয়েছে। আমি নিজে পরিনি। প্রত্যেকেই বলছে আমি জিতছি। ভোটের ফলাফলে জনগণ যা রায় দেবে তাই আমি মাথা পেতে নেব।’
এরপর তৃণমূলের ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভাশিস জোয়ারদার বলেন, “আত্মবিশ্বাস থাকা ভালো। অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকারক। আর এখানে তৃণমূল সঙ্ঘবদ্ধ দল। তৃণমূলই জয়লাভ করবে। নির্দল বা অন্য কোনও দল ধোপে টিকবে না।”
আরও পড়ুন: Municipal Elections 2022: ‘বেছে বেছে মারছে আমাদের’, পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্ষেপে লাল মদন