Biman Bose: অনুব্রত হয়ত গরু পাচার হাত পাকিয়েছিলেন, কিন্তু মেয়ে তো পাকায়নি: বিমান বসু
Biman Bose: বিমান বসু বললেন, 'তিনি (অনুব্রত) তাঁর কন্যাকে দিয়ে এই অপকর্ম করিয়েছেন। তাঁকে চোর বানিয়েছেন। তিনি হয়ত গরু পাচার, কয়লা পাচারের কাজে হাত পাকিয়েছিলেন। কিন্তু তাঁর মেয়ে তো পাকায়নি। বর্তমান প্রজন্মকে কলুষিত করার জন্য যারাই আছে, আমি তাদের বিরুদ্ধে। তাই আমি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে।'
হুগলি: গরুপাচার মামলায় (Cow Smuggling Case) সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। সুকন্যার গ্রেফতারির জন্য সরাসরি দায়ী করলেন তাঁর বাবা অনুব্রত মণ্ডলকে। বললেন, ‘তিনি (অনুব্রত) তাঁর কন্যাকে দিয়ে এই অপকর্ম করিয়েছেন। তাঁকে চোর বানিয়েছেন। তিনি হয়ত গরু পাচার, কয়লা পাচারের কাজে হাত পাকিয়েছিলেন। কিন্তু তাঁর মেয়ে তো পাকায়নি। বর্তমান প্রজন্মকে কলুষিত করার জন্য যারাই আছে, আমি তাদের বিরুদ্ধে। তাই আমি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে।’ সোমবার হুগলির কোন্নগরে বড় বহেরা মাঠে এসএফআই-এর একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিকুর রহমান সহ অন্যান্য এসএফআই নেতৃত্ব। সেই সভামঞ্চেই বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন বর্ষীয়ান বাম নেতা।
উল্লেখ্য, মেয়ের গ্রেফতারি নিয়ে এদিন সকালেই মুখ খুলেছেন অনুব্রত মণ্ডল। বলেছেন, ‘মেয়েকে গ্রেফতার করা অন্যায়। ওটা খুব বাহাদুরির কাজ হয়নি।’ অনুব্রতর সেই মন্তব্যকে বড় করে দেখছেন না বিমান বসু। বামফ্রন্ট চেয়ারম্যানের বক্তব্য, ‘সুকন্যা গত কয়েক বছর ধরে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত থাকলেও, তিনি এই প্রজন্মেরই এক কন্যা। তাঁকে খারাপ পথে নিয়ে গেল কে? তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, যিনি তাঁর বাবা।’ বিমান বসুর প্রশ্ন, ‘যাঁরা রাজনৈতিক দল করেন, তাঁদের কাজ কি খারাপ জিনিস শেখানো? একদম বাড়িতে বসে মেয়েকে খারাপ জিনিস শেখানো?’
সুকন্যা যে অতীতে দাবি করেছেন, তিনি এসবের কিছুই জানেন না, যা জানার তা তাঁর বাবা ও হিসেব রক্ষক জানেন। সুকন্যার সেই দাবি একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিমান বসু। বললেন, ‘বোধ হয় সবটা মিথ্যা নয়। কিছু জিনিস হয়ত জানত, কিন্তু সব জিনিস যে জানত সেটা নাও হতে পারে। চালকল হয়ত জানতে পারে, সই তো করতে হয়েছে। কিন্তু এত সম্পত্তি বংশগত ভাবে পাইনি। বীরভূমের তৃনমূল সভাপতি অনুব্রত বোলপুরে বড় বড় মাছ কাটত। খুব ভাল কাটতে পারত। এত সম্পত্তি হলে সে মাছ কাটে না।’