Hooghly: এক দল দিচ্ছে মুড়ি-ঘুগনি, আরেক দল দিচ্ছে কেক… জমিয়ে টিফিন ভোটের দিন

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

May 20, 2024 | 12:23 PM

Hooghly: দাদপুর ১৭-১৮ নম্বর রোডের পাশেই তৃণমূলের তরফ থেকে পাউরুটি, ঘুগনি খাওয়ানো হচ্ছে। এক ভোটার বলেন, "বুথের কাছাকাছি একটা বাড়ি থেকে মুড়ি, পাউরুটি, য়া হচ্ছে। এটা ঠিক নয়। সঙ্গে ভোটারদের টোটো করে আনা হচ্ছে। এটা রাজনৈতিক উদ্যোগে হচ্ছে। এটা একেবারেই দেওয়া উচিত না। এটা নির্বাচনী বিধিভঙ্গ। সকাল থেকে এসব চলছে।"

Hooghly: এক দল দিচ্ছে মুড়ি-ঘুগনি, আরেক দল দিচ্ছে কেক... জমিয়ে টিফিন ভোটের দিন
ঘুগনি, মুড়ি, পাউরুটির আয়োজন।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: ভোটারদের ঘুগনি, পাউরুটি, মুড়ি খাইয়ে হাত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠল দাদপুর থানার মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৭৮ নম্বর বুথের পাশে। অভিযোগ, সেখানে টিফিন খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। অভিযোগকারী খোদ একজন সাধারণ ভোটার।

দাদপুর ১৭-১৮ নম্বর রোডের পাশেই তৃণমূলের তরফ থেকে পাউরুটি, ঘুগনি খাওয়ানো হচ্ছে। এক ভোটার বলেন, “বুথের কাছাকাছি একটা বাড়ি থেকে মুড়ি, পাউরুটি, য়া হচ্ছে। এটা ঠিক নয়। সঙ্গে ভোটারদের টোটো করে আনা হচ্ছে। এটা রাজনৈতিক উদ্যোগে হচ্ছে। এটা একেবারেই দেওয়া উচিত না। এটা নির্বাচনী বিধিভঙ্গ। সকাল থেকে এসব চলছে।”

যদিও ঘুগনির বাটি হাতে এক ব্যক্তি বলেন, তৃণমূল, সিপিএম, বিজেপি বলে কিছু নেই। এখানকার সকলেই খাচ্ছেন। এলাকার কতগুলো ছেলে খাওয়াচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল, এখানে তৃণমূল, বিজেপি উভয়পক্ষের দিকেই আঙুল উঠছে। বিজেপির স্থানীয় এক কর্মী সঞ্জয় পাত্র বলেন, “তৃণমূল থেকে খাওয়াচ্ছে। আমরাও খাওয়াচ্ছি। একটা করে কেক দিচ্ছি। তবে ভোটারকে দিচ্ছি এমন নয়। সঙ্গে বাচ্চা এলে তাকেও তো দিচ্ছি। এই গরমে খাালি পেটে থাকবে, তাই দেওয়া হচ্ছে।”

Next Article