আরামবাগ: নিয়োগ দুর্নীতির অভিযোগে এখনও একাধিক মামলা চলছে আদালতে। টাকা নিয়ে চাকরি দেওয়া, র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, চাকরি আটকে দেওয়াও আরও একটা দুর্নীতি। এই প্রসঙ্গে বিরোধী দলগুলির দিকে আঙুল তুলেছেন মমতা। সোমবার আরমবাগের সভা থেকে মমতা জানান, ৫ লক্ষ নিয়োগ করার জন্য প্রস্তুত রাজ্য সরকার। তারপরও বিরোধীরা মামলা করায় সেই চাকরি দেওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তিনি।
এদিন নিয়োগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘চারপাশে শুধু চাকরি চাই চাকরি। আমরা চাই ৫ লক্ষ লোককে নিয়োগ করতে। সিপিএম আর বিজেপির নেতাদের বলুন, চাকরিগুলো আটকাবেন না।’ বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘কোর্টে যে কেউ যেতে পারেন, কিন্তু একটুও কি মায়া লাগে না?’
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ওই সব মামলার জন্য ১ লক্ষ শিক্ষক, ৬০ হাজার পুলিশের নিয়োগ আটকে আছে। চাকরি রেডি করলেই কেস ঠুকে দিচ্ছে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাহস থাকলে ভোটে লড়ুন। কাজ আটকানো তো আরও একটা বড় দুর্নীতি।’
এর আগেও মঞ্চ থেকে একাধিকবার নিয়োগ বন্ধ থাকার অভিযোগে বিরোধী দলের নেতাদেরই কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।