Hooghly: হাতে কামড়ে রক্ত বের করে দিল…! পয়লা বৈশাখের সকালে SBI এটিএমে রক্তারক্তি কাণ্ড
Hooghly: কিয়স্কে তখন নিরাপত্তা রক্ষী উপস্থিত ছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় দুর্ঘটনা।

চুঁচুড়া: নববর্ষের সকালেই এটিএম-এ রক্তারক্তি কাণ্ড! এক ব্যক্তির হাত কামড়ে রক্ত বের করে দেওয়ার অভিযোগ উঠল আর একজনের বিরুদ্ধে। চেঁচামেচি শুনে ছুটে এলেন আশপাশের লোকজন। হুগলির চুঁচুড়ার খাদিনামোড়ে রয়েছে একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কিয়স্ক। মঙ্গলবার সকালে সেখানেই এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, ওই কিয়স্কে পাশবুক আপডেট করাতে যান দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করাচ্ছিলেন, তাঁর কাছে প্রায় ছ’টি পাশবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল তাঁর। পিছনে অপেক্ষায় থাকা অপর গ্রাহক সামনের জনকে বলেন, তাঁর একটা পাশবই আপডেট করতে হবে, যদি ছেড়ে দেন…। তিনি জানান, তাঁর একটু তাড়া আছে।
এরপরই শুরু হয় বচসা। প্রথমজন দ্বিতীয়জনকে জায়গা না ছেড়ে গালাগালি দেন বলে অভিযোগ। দ্বিতীয় জনও পাল্টা গালি দিতেই, হাতাহাতি শুরু হয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, একে অপরের গায়ে হাত তুলতে যান ওই দুই গ্রাহক। এরপরই প্রথমজন দ্বিতীয়জনের হাতে কামড়ে দেন বলে অভিযোগ। রীতিমতো রক্ত বেরিয়ে আসে হাত থেকে।
কিয়স্কে তখন নিরাপত্তা রক্ষী ছিলেন। তিনি জানান, প্রথম গ্রাহক হঠাৎ মাথা গরম করে মারেন ও কামড়ে দেন লাইনে থাকা দ্বিতীয় ব্যক্তিকে। অভিযুক্ত গ্রাহকের দাবি, তাঁর মুখ চেপে ধরায়, বাধ্য হয়ে কামড় বসিয়ে দিয়েছেন তিনি।





