Hooghly: ফুচকা খেতে স্টেশনে চুঁচুড়া স্টেশন, তারপরই নিখোঁজ নাবালিকা

Hooghly: হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিনয় পল্লীতে থাকেন বৃদ্ধা। চুঁচুড়া স্টেশনে শাকপাতা, ডিম বিক্রি করে সংসার চলে।

Hooghly: ফুচকা খেতে স্টেশনে চুঁচুড়া স্টেশন, তারপরই নিখোঁজ নাবালিকা
চুঁচুড়া স্টেশন (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 6:00 PM

চুঁচুড়া: ঠাকুমার কাছ থেকে টাকা নিয়ে ফুচকা খেতে গিয়েছিল। তারপর থেকে পেরিয়ে গিয়েছে ৯ দিন। খোঁজ মেলেনি নাবালিকার। ওই নাবালিকার নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির চুঁচুড়ায়। ৯ দিন ধরে নিখোঁজ নাবালিকা। পাচারচক্রের হাতে পড়ল কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়েছে পরিবার।

হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিনয় পল্লীতে থাকেন বৃদ্ধা। চুঁচুড়া স্টেশনে শাকপাতা, ডিম বিক্রি করে সংসার চলে। তাঁর ছেলে মুম্বইয়ের থানেতে পরিবার নিয়ে থাকেন। সেখানে সেন্টারিং এর কাজ করেন। ওই ব্যক্তির বছর বারোর মেয়ে সেখানেই ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মাস খানেক আগে কালনায় মামার বাড়িতে বেড়াতে আসে বাবার সঙ্গে। চুঁচুড়ায় দোলের আগের দিন ঠাকুমার কাছে আসার আগে রিষড়ায় পিসির বাড়িতেও ঘুরে আসে।

গত সোমবার সন্ধায় চুঁচুড়া স্টেশনে ঠাকুমার কাছে গিয়ে চা খেতে চায় নাবালিকা। প্লাটফর্মে ঘুরে এসে ফুচকা খাবে বলে টাকা নিয়ে যায় ঠাকুমার থেকে। এরপর আর তার খোঁজ মেলেনি। নাবালিকার পরিবার খোঁজাখুঁজি করে জানতে পারে হরিদ্রাডাঙার আর এক নাবালিকার সঙ্গে পরিচয় ছিল তার। জানা গিয়েছে, ওই নাবালিকা প্রতি সন্ধ্যায় চুঁচুড়া স্টেশনে সন্ধায় ট্রেন দেখতে আসে। স্টেশনে সেসময় দুই যুবক তাদের সঙ্গে কথা বলে।বিয়ের প্রস্তাব দেয়। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। নাবালিকাকে সেই দুই যুবকই নিয়ে গেছে বলে জানায় হরিদ্রাডাঙার ওই নাবালিকা। ওই দুই যুবকের বাড়িও চুঁচুড়ায়।

নিখোঁজ নাবালিকার পরিবারের অনুমান পাচার চক্রের হাতে পরেছে মেয়ে। নয় দিন হয়ে গেলেও তার কোনও খোঁজ মেলেনি। তাই দুশ্চিন্তায় পরিবার। মেয়ে নিখোঁজের খবর পেয়ে মুম্বই থেকে চুঁচুড়ায় চলে আসে মেয়েটির বাবা। হন্যে হয়ে খুঁজে চলেছেন মেয়েকে। চুঁচুড়া থানা ব্যন্ডেল জিআরপি থানায় মেয়ের ছবি নিয়ে গিয়ে দেখিয়ে পুলিশের সাহায্য চাইছেন। মঙ্গলবার চুঁচুড়া অভিযোগ জানায় নাবালিকার পরিবার।