Murder Case: ‘আমায় কুপিয়ে দিল…’, স্ত্রী বাড়ি ঢুকতেই ‘শেষ’ করে দিল স্বামী
Chindura Case: স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম ঝর্ণা ঘোষ (৫৮)। অভিযুক্ত স্বামী তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাঁর নাম উজ্জ্বল শীল (৬৫)। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণা দেবী।

চুঁচুড়া: কাজে গিয়েছিলেন স্ত্রী। সেখান থেকে তাঁকে ডেকে এনেছিলেন স্বামী। ঘরে আসতেই ঝাঁপিয়ে পড়লেন তাঁর উপর। এরপর স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম ঝর্ণা ঘোষ (৫৮)। অভিযুক্ত স্বামী তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাঁর নাম উজ্জ্বল শীল (৬৫)। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে স্বামীর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণা দেবী। পেশায় তিনি একজন আয়া হিসেবে কাজ করতেন। সেই উপার্জনেই সংসার চালাতেন।
বাড়ির মালিক জানান, রাতে হঠাৎ উজ্জ্বল শীলের শরীর খারাপ হলে তিনি বিষয়টি জানিয়ে দেন ঝর্ণা দেবীকে। কাজ থেকে ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢোকেন। অভিযোগ, উজ্জ্বল তখনই ধারাল অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর এলোপাথাড়ি কোপাতে থাকেন বলে দাবি। রক্তাক্ত অবস্থায় ঝর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোনে বলেন, “আমাকে কুপিয়ে দিল।” এরপরই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে ভয়াবহ দৃশ্য দেখতে পান। সঙ্গে-সঙ্গে পুলিশে খবর দেন।
চুঁচুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝর্ণা দেবীকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে পুলিশ আটক করেছে। এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের অনেকে বলেন, “এত নৃশংসভাবে কেউ তার স্ত্রীকে খুন করতে পারে, সেটা ভাবতেই পারছি না।”





