Tab Scam: সব গিয়ে জমছে চোপড়ায়? ফাঁকা একের পর অ্যাকাউন্ট, হাহাকার বাড়ছে হুগলিতে
Tab Scam: শুধু চন্ডীতলা নয়, তারকেশ্বর থেকে ধনিয়াখালি, নানা প্রান্ত থেকে অভিযোগ এসেছে বলে খবর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে হুগলি জেলার ডি আই কেন্দ্রীয়ভাবে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
হুগলি: ট্য়াব কেলেঙ্কারিতে এবার হুগলির নাম। অন্যান্য জেলার পাশাপাশি হুগলি জেলারও বহু পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। চন্ডীতলার বেগমপুর হাইস্কুলের ৩০ জন পড়ুয়া ট্যাব কেনার টাকা পায়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই স্কুলের তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলেও জানা যাচ্ছে। হুগলি গ্রামীণ পুলিশ সূ্ত্রে খবর, এখনও পর্যন্ত এরকম ৯০ জনের অভিযোগ জমা পড়েছে তাঁদের কাছে। অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে।
শুধু চন্ডীতলা নয়, তারকেশ্বর থেকে ধনিয়াখালি, নানা প্রান্ত থেকে অভিযোগ এসেছে বলে খবর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে হুগলি জেলার ডি আই কেন্দ্রীয়ভাবে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হুগলিতেও স্কুলে স্কুলে শুরু হয়েছে চাপানউতোর। চন্ডীতলার বেগমপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী বৃষ্টি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেওয়াইসি আপডেট করানো আছে। টাকা না আসায় ফের স্কুলে আবেদন করেছি। কিন্তু কেন টাকা ঢোকেনি জানি না।”
একই ছবি সিঙ্গুরেও। সিঙ্গুর থানার অন্তর্গত নসিবপুর উচ্চ বিদ্যালয়ের ৫ জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য একাউন্টে। স্কুলের প্রধান শিক্ষক সত্যদেব দে এ ব্যাপারে স্কুল পরিদর্শক-সহ সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষ ও সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও হুগলি জেলার স্কুল পরিদর্শক সত্যজিৎ মণ্ডল ট্যাব কাণ্ড নিয়ে মুখ খুলতে চাননি। নসিবপুর উচ্চ বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক সত্যদেব দে জানান, “এ বছরেই প্রথম একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়ার ট্যাবের টাকা একসঙ্গে ঢোকার কথা। কিন্তু, আমাদের স্কুলের ৫ জন পড়ুয়ার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। পোর্টালে গিয়ে দেখা যাচ্ছে পাঁচজনের তথ্য হ্যাক হয়ে গিয়েছে।” একই ছবি দেখা যাচ্ছে তারকেশ্বরেও। তারকেশ্বরের মুক্তারপুর হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র মনজিৎ ধাড়া নামে এক ছাত্রের টাকা গায়েব হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে পুলিশ সূত্রে খবর, যে সব পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে তাঁদের বেশিরভাগ টাকাই জমা পড়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায়। ইতিমধ্যেই সেই সব টাকা তুলেও নেওয়া হয়েছে।
এই খবরটিও পড়ুন
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)