Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: প্রকৃতি সঙ্গ দেয়নি, দাঁতে দাঁত চেপে চলেছে লড়াই, ব্রহ্মা-১ জয়ের অবিশ্বাস্য কাহিনি শোনালেন হুগলির দেবাশিষ

Hooghly: ব্রহ্মা-১ জয় করার আগে হিমাচলের ইন্দ্রাসন ও দেওটিব্বা শৃঙ্গ করেছিলেন দেবাশিস। এবার অপেক্ষা নতুন কোনও শৃঙ্গ জয়ের।

Hooghly: প্রকৃতি সঙ্গ দেয়নি, দাঁতে দাঁত চেপে চলেছে লড়াই, ব্রহ্মা-১ জয়ের অবিশ্বাস্য কাহিনি শোনালেন হুগলির দেবাশিষ
দেবাশিস মজুমদারImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 12:12 AM

হুগলি: ছেলে অভিযানে যাওয়ার পর থেকেই উৎকণ্ঠা বাড়ছিল পরিবারের সদস্যদের। উদ্বেগ বাড়ছিল পাড়া-প্রতিবেশীদেরও। শেষে এল সুখবরটা। ব্রহ্মা ১ জয় করে ফেলেছেন চুঁচুড়ার ঘরের ছেলে দেবাশিস মজুমদার। হুগলির আরেক পর্বতারোহী পিয়ালী বসাকের মতোই ছোট থেকেই পাহাড়ের নেশা দেবাশিসের। বাড়িতে অসুস্থা বাবাকে রেখেই মাকালু অভিযানে গিয়েছিলেন পিয়ালী। দূর থেকেই বাড়ির সব দায়িত্ব সামলে উঠে গিয়েছিলেন পর্বত চূড়ায়। তেমনই ইতিহাস রয়েছে দেবাশিসেরও। অসুস্থ মাকে বাড়িতে রেখে ছুটে গিয়েছিলেন পাহাড়ের টানে। দূর থেকেই নিয়েছেন রোজকার খবর। 

৪৪ বছর পর কাশ্মীরের দুর্গম ব্রহ্মা-১ শৃঙ্গে পা রাখল কোনও ভারতীয় অভিযাত্রীর দল। এল সাফল্যও। এই শৃঙ্গে আহোরনের পথ এতই দুর্গম যে সাধারণ এখানে খুব বেশি অভিযাত্রীদের পা পড়ে না। কিন্তু, শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন দেবাশিসরা। সোনারপুরের আরোহী অভিযাত্রী দলের ১২ জন সদস্যের মধ্যে ছিলেন তিনি। সকলেই শেষ পর্যন্ত শৃঙ্গ জয় করতে সমর্থ হন। বৃহস্পতিবারই সকলে বাড়ি ফিরে এসেছেন। ঘরে ছেলে ঘরে ফেরায় খুশির হাওয়া গোটা পরিবারে। দেবাশিসের সাফল্যের আলোয় আলোকিত গোটা এলাকাও। খুশি পাড়া-প্রতিবেশীরাও। 

দেবাশিস বলছেন, তাঁদের অভিযানের শুরু থেকেই প্রকৃতি তাঁদের বিশেষ সহায় হয়নি। কখনও মেঘলা হওয়া, কখনও ঝড়, সব কিছুকে উপেক্ষা করেই শেষ পর্যন্ত তাঁরা ৬৪১৬ মিটার উচ্চতায় পৌঁছে যান। তাঁদের জয়ে উচ্ছ্বসিত হয়েছে কাশ্মীরবাসীও। কিস্তওয়ার জেলার জেলাশাসক উপস্থিত থেকে তাঁদের সম্মানও জানিয়েছেন। শেষ পর্যন্ত শৃঙ্গ জয় করতে পেরে খুশি দেবাশিস নিজেও। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে প্রথমেই মাকে প্রণাম করেন তিনি। ছেলের এত বড় সাফল্যে বাকরুদ্ধ মা রীনা মজুমদার। মামা রতন সাহা মিষ্টি মুখ করিয়ে ভাগ্নাকে স্বাগত জানান। তবে ব্রহ্মা-১ জয় করার আগে হিমাচলের ইন্দ্রাসন ও দেওটিব্বা শৃঙ্গ করেছিলেন দেবাশিস। এবার অপেক্ষা নতুন কোনও শৃঙ্গ জয়ের।