বাসস্ট্যান্ডে ছেলেমেয়ে পাশাপাশি দাঁড়ালেই ব্ল্যাকমেল! পুলিশ ধরতে যেতেই শুরু হল সংঘর্ষ
Blackmailing: বাসস্ট্যান্ডে কোনও যুবক যুবতী পাশাপাশি দাঁড়িয়ে থাকলে, সে তাঁরা পরিচিত হোন বা না হোন, অজান্তে ছবি তুলে শুরু হয় ব্ল্যাকমেলিং। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি তাঁদের বাড়িতেও এই ছবি দেখানো হবে বলে ধমকে চমকে টাকা আদায় করে কয়েকজন দুষ্কৃতী।
আরামবাগ: দুই যুবক যুবতী রাস্তার ধারে পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। তাঁদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে মোবাইল ফোনের ক্যামেরার ছবি তুলে তা দিয়ে নানান ভাবে ব্ল্যাকমেল শুরু করে এক যুবক। কিন্তু রাস্তায় দাঁড়ানোর জন্য কেন টাকা দিতে হবে? আর তাঁদের অজান্তেই কেন ছবি তোলা হল? এই প্রশ্ন করতেই ছবিশিকারির সঙ্গে শুরু হয় ঝামেলা। এদিকে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতেই শুরু হল হাতাহাতি। রবিবার এমনই চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেল আরামবাগ বাস স্ট্যান্ডে। ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ।
আরামবাগ বাস স্ট্যান্ড এলাকা। অভিযোগ, এখানে নিত্যদিনই বেড়ে চলেছে অসামাজিক কাজকর্ম। আর তাতে যুক্ত এলাকারই কতিপয় যুবক। বাসস্ট্যান্ডে কোনও যুবক যুবতী পাশাপাশি দাঁড়িয়ে থাকলে, সে তাঁরা পরিচিত হোন বা না হোন, অজান্তে ছবি তুলে শুরু হয় ব্ল্যাকমেলিং। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি তাঁদের বাড়িতেও এই ছবি দেখানো হবে বলে ধমকে চমকে টাকা আদায় করে কয়েকজন দুষ্কৃতী। রবিবারও ঠিক এমন একটি ঘটনা ঘটে।
এদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুই যুবক যুবতীর ছবি তুলে তাঁদের ব্ল্যাকমেলিং শুরু হয় বলে অভিযোগ। সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। এদিকে সেই যুবক রুখে দাঁড়াতেই শুরু হয় ঝামেলা। ততক্ষণে ঘটনাস্থলে এসে দাঁড়িয়েছেন এক পুলিশ অফিসার। যুবক তাঁকে সমস্ত বিষয়টা খুলে বলার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে চান ওই অফিসার। আর তার পরেই শুরু হয় হাতাহাতি। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছাড়াতে ছুটে আসে তার গোটা গ্যাং।
রবিবার বিকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় আরামবাগ বাস স্ট্যান্ডে। জানা গিয়েছে, অভিযুক্তকে পুলিশ আটক করছে এই ঘটনার কথা সেই গ্যাংয়ের কানে পৌঁছনো মাত্রই তারা জন রে রে করে তেড়ে আসে। কর্তব্যরত পুলিশ অফিসারের হাত থেকে আটক যুবককে কেড়ে নেওয়ার মরিয়া চেষ্টা চলে। ওদিকে পুলিশ অফিসারও নাছোড়। এবাবেই বেশ কিছুক্ষণ ঠেলাঠেলি, ধ্বস্তাধস্তি চলে বাস স্ট্যান্ড এলাকায়। পরে আরামবাগ থানার পুলিশের কয়েকজন এসে মূল অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
একদিকে পুলিশের এদিনের পুলিশের পদক্ষেপে সাধারণ মানুষ সাধুবাদ জানেলেও ভয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি কেউই। তবে নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন বাস স্ট্যান্ডে বেশ কয়েকজনযুবকের দৌরাত্ম্যে তাঁদের আতঙ্কে থাকতে হয় সবসময়। এই ভাবে ছবি তুলে অন্যকে হেনস্তা করার পাশাপাশি ব্যবসায়ীদেরও ধমকে চমকে তোলা আদায় করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এই যুবকদের দৌরাত্ম্যে বাস স্ট্যান্ড এলাকায় একপ্রকার আতঙ্কেই থাকেন নিত্য পথযাত্রীরা। রবিবার বিকালে পুলিশের এই পদক্ষেপে যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ।
আরও পড়ুন: College Admission: ৫০০-এ ৪৭০! রেজাল্ট নিয়ে কেবল কলেজের ‘দুয়ারে-দুয়ারে’ ঘুরছেন পড়ুয়ারা