বাতিল হতে পারে বাস ড্রাইভারদের লাইসেন্সও, সকাল থেকে চলবে ট্র্যাকিং, এবার বড় সিদ্ধান্ত মমতা সরকারের
Bus: হুগলির জাঙ্গীপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে শুক্রবার হাজির হয়েছিলেন মন্ত্রী। সেখানেই তিনি জানান, বাসের রেষারেষি বন্ধ করতে এবার অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকার।
হুগলি: শহর থেকে শহরতলি, রাস্তায় বাসের রেষারেষি কোনও নতুন ঘটনা নয়। দিনের পর দিন দুর্ঘটনার অভিযোগ উঠেছে, সতর্ক করেছে প্রশাসন, তারপরও কমেনি সেই দাপাদাপি। একই রুটে বাস কাছাকাছি চলে এলেই গতি বাড়িয়ে দেওয়া হয়, নিত্যযাত্রীরা প্রায়শই এই অভিযোগ করে থাকেন। আর রাস্তার মাঝে সেই বেপরোয়া গতির বলি হতে হয় পথচারীদের। এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। গতি বাড়ালেই ধরা পড়বে অ্যাপে। শুক্রবার নতুন এই উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
হুগলির জাঙ্গীপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে শুক্রবার হাজির হয়েছিলেন মন্ত্রী। সেখানেই তিনি জানান, বাসের রেষারেষি বন্ধ করতে এবার অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকার। সেই অ্য়াপ দিয়েই বাস চালকদের ওপর নজরজদারি চালাবে ট্রাফিক পুলিশ।
পরিবহনমন্ত্রী বলেন, “বাসের রেষারেষি এবার বন্ধ করে দেব। আমাদের আইটি বিভাগ একটি অ্যাপ তৈরি করেছে। বাস চালকদের সেই অ্যাপ দেওয়া হবে। সকাল থেকে তাদের ট্র্যাক করবে ট্রাফিক পুলিশ। কত গতিতে তারা গাড়ি চালাচ্ছে, বেপরোয়া গতিতে চালাচ্ছে কি না, সবটাই ধরা পড়বে ওই অ্যাপে।”
এই খবরটিও পড়ুন
মন্ত্রী আরও জানিয়েছেন, বাস চালকদের জন্য় কড়া শাস্তির কথাও ভেবেছে রাজ্য। জানানো হয়েছে, বেপরোয়া গতিতে বাস চালালে, সেই চালককে শোকজ করা হবে। নির্দিষ্ট সময় পর তার ড্রাইভিং লাইসেন্সও কেড়ে নেওয়া হবে। আর বেপরোয়া গতিতে চালানোর ফলে যদি কারও মৃত্যু হয়, তাহলে চরম শাস্তি দেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী। এই অ্য়াপ কার্যকর হলে পথ নিরাপত্তা বাড়বে বলেই আশা করছেন তিনি।