Russia Ukraine Conflict: কষ্ট করে জমানো টাকায় ডাক্তারি পড়ানো, ইউক্রেন থেকে কবে ফিরবে দেবার্ঘ্য?
Russia Ukraine Conflict: ইউক্রেনে চলছে রাশিয়ার সামরিক অভিযান। সেখানে আটকে আছেন বহু ভারতীয়।

আরামবাগ: ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে আরামবাগের ছেলে দেবার্ঘ্য। ভয়ঙ্কর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের লোকজন। কীভাবে ফিরবে, কবে ফিরবে, কখন ফিরবে বাড়ির ছেলে? সেই আশায় তাঁরা তাকিয়ে আছেন ভারত সরকারের দিকে। দুশ্চিন্তায় চোখের জল ফেলছেন মা। দেবার্ঘ্য-র সঙ্গে পরিবারের কথা হয়েছে ঠিকই। তবে, কবে ফিরবেন, সে ব্যাপারে কোনও তথ্য নেই পরিবারের কাছে। তবে দেবার্ঘ্য জানিয়েছেন, কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। ঠিক মতো জল, খাবার কিছুই পাওয়া যাচ্ছে না।
ছেলের অপেক্ষায় দিন গুনছেন পরিবারের লোকজন। দেবার্ঘ্য পোড়ে নামে ওই ছাত্র আরামবাগ পুরসভার এক নম্বর ওয়ার্ডের বৃন্দাবনপুরের বাসিন্দা। তাঁর পরিবারের লোকেরা জানান, ২০১৯ সালের ২১ নভেম্বর ইউক্রেনের লভিভ শহরে ডাক্তারি পড়তে গিয়েছেন দেবার্ঘ্য। তাঁর বাড়ি ফেরার কথা ছিল সামনের ৩ মার্চ। অর্থাৎ আর মাত্র কয়েকদিন বাদে ফেরার কথা ছিল তাঁর।
তবে তার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বেঁধে গিয়েছে ইউক্রেনের। বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে দেবার্ঘ্যর। তাই ভারত সরকারের কাছে দেবার্ঘ্য পরিবারের আবেদন, সরকার যেন ছেলের দেশে ফেরার ব্যবস্থা করে দ্রুত।
আরামবাগের বৃন্দারামপুরের এই পরিবার অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করে ছেলে ডাক্তারি পড়তে ইউক্রেনের এই শহরে পাঠিয়েছিলেন। সবই ঠিক ছিল। ছেলের সঙ্গে কথাও হয়েছে তিন চার দিন আগে। কিন্তু তারপরেই যুদ্ধের খবর আসে। আর এই দেশ থেকে সব রকম উড়ানও আপাতত বন্ধ। তাই আরও চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। তাঁর বাবা আশিস পোড়ে ছোটখাটো একজন আলু ব্যবসায়ী, মা কৃষ্ণা গৃহবধূ। বাড়ির একমাত্র ছেলের জন্য খুবই উদ্বেগে আছেন তাঁরা।
কবে আসবে ঘরের ছেলে সেই অপেক্ষায় রয়েছেন। শুক্রবার ভোরেই ছেলের সঙ্গে কথা হয়েছে তাঁদের। জল ও খাবারের সমস্যা রয়েছে বলে জানিয়েছেন ওই ছাত্র। দেবার্ঘ্য জানিয়েছেন,ভারতীয় দূতাবাস থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সমস্ত কিছুই গুছিয়ে রাখতে বলা হয়েছে। যে কোনও সময়েই তাঁদের নিয়ে যাওয়া হবে বলেই জানানো হয়েছে। আর ছেলের কাছ থেকে এই বার্তা পেয়ে একটু হলেও স্বস্তি পেয়েছেন তাঁরা।