Russia-Ukraine Conflict: গুলি-মিসাইলের শব্দেই রাত কাটল ভারতীয়দের! ভরসা জোগাতে ইউক্রেন সীমান্তে হাজির কেন্দ্রীয় দল
Russia-Ukraine Conflict: আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য স্থলপথেই রওনা দিল কেন্দ্রের প্রতিনিধি দল। বৃহস্পতিবারই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, কেন্দ্রের তরফে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে।
নয়া দিল্লি: রাশিয়ার লাগাতার মিসাইল বর্ষণের (Missile Attack) জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনের এয়ারস্পেস (Ukraine Airspace)। এদিকে, সেখানেই আটকে পড়ে রয়েছে প্রায় ২০ হাজার ভারতীয় (Indians)। এই পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য স্থলপথেই রওনা দিল কেন্দ্রের প্রতিনিধি দল । বৃহস্পতিবারই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, কেন্দ্রের তরফে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও রোমানিয়ার সীমান্তে বিদেশমন্ত্রকের প্রতিনিধি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এই সমস্ত সীমান্ত দিয়েই ইউক্রেনে ঢোকার এবং সুযোগ বুঝে ভারতীয়দের উদ্ধার করে আনার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির মাঝখান থেকে তাদের উদ্ধার করে আনতে বিদেশমন্ত্রকের তরফে বেশ কয়েকটি দলও পাঠানো হয়েছে। এই দলগুলি ইউক্রেনের সঙ্গে সীমান্তবর্তী দেশে পৌঁছে গিয়েছে। হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া ও রোমানিয়ার সীমান্তে রয়েছেন তারা। সেখান থেকেই তারা আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।
To assist in the evacuation of Indian nationals from Ukraine,MEA Teams from @IndiaInHungary, @IndiainPoland, @IndiaInSlovakia & @eoiromania are on their way to the adjoining land borders with Ukraine.
Indian nationals in Ukraine near the border points can contact these teams ⬇️ pic.twitter.com/OSd90I4DGH
— Arindam Bagchi (@MEAIndia) February 24, 2022
কেন্দ্রের তরফে যে কন্ট্রোল রুম খোলা রয়েছে, সেখানেও ২৪ ঘণ্টাই কাজ চলছে। প্রায় ২০ জন আধিকারিক ওই কন্ট্রোল রুম সামাল দিচ্ছেন। রাশিয়ান বলতে পারেন, এমন আধিকারিকদেরও ইউক্রেনে পাঠানো হয়েছে। ওখানে আটকে থাকা পড়ুয়াদের যত দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
গতকাল সকাল থেকেই রাশিয়া লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের উপরে। কিয়েভ, খারকিভ, ওডিসি সহ একাধিক জায়গায় মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। ২৩টি প্রদেশে রাশিয়ার পদাতিক বাহিনী ঢুকে পড়েছে বলেও জানা গিয়েছে। ইউক্রেনের তরফে ২০ থেকে ৩০ জনের মৃত্যুর কথা বলা হলেও, অসমর্থিত সূত্রের দাবি প্রথম দিনের সংঘর্ষেই কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখার অনুরোধের পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ সচিব এই বিষয়ে বলেন, “প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন… বর্তমানে সরকার সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে আসা। বিগত এক মাস যে ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরই প্রায় ৪ হাজার ভারতীয়কে ইউক্রেন থেকে উদ্ধার করে আনা হয়েছে।”
ইউক্রেনের তরফে এয়ারস্পেস বন্ধ করে দেওয়ায় সরাসরি ইউক্রেনে আর উদ্ধারকারী বিমান পাঠাতে পারছে না ভারত। আপাতত ভারতীয়দের সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। গতকালই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যদি ভারতীয়রা ইউক্রেন থেকে কাতারে পৌঁছতে পারেন, তবে সেখান থেকে সরাসরি ভারতের বিমান ধরে দেশে ফিরে আসতে পারবেন।