হুগলি: শেখ শাহাজাহানকে নিয়ে সিপিএম-কে দুষলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহাজাহানকে সিপিএম-এর প্রোডাক্ট বলে কটাক্ষ করার পাশাপাশি জানালেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারই শেখ শাহাজাহানকে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন।
মঙ্গলবার চন্দননগর সার্কাস মাঠে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্য সরকারকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করার পাশাপাশি বামেদেরও একহাত নেন তিনি। প্রসঙ্গ ওঠে শেখ শাহজাহানের। তারপরই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা। বস্তুত, গতকাল শেখ শাহজাহান হাইকোর্টে আবেদন করেন তাঁর বাড়ির চাবির জন্য। কারণ বাড়িটি সিল করে দিয়ে গিয়েছিল। যার জেরে অনেকদিন ধরে বাড়ি ভিতরে প্রবেশ করতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। বাড়িতে যাতে তাঁর পরিবারের সদস্যরা ঢুকতে পারে সেই কারণে আদালতের দ্বারস্থ সন্দেশখালির স্বঘোষিত বাঘ।
এ প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন, “বাংলাদেশ সরকারের কাছে গিয়ে আবেদন করুক। সিপিএম নেতা নিরাপদ সর্দার শাহজাহানকে এখানে এনেছেন। এসব সিপিএমের প্রোডাক্ট।” শুধু তাই নয়, পাশাপাশি তিনি বলেন, “২০১৩ সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দেন শাহজাহান। ওঁর নেতার নাম ওসলেম শেখ, তিনিও লুট করতেন।” বিরোধী দলনেতা বলেছেন, “ও আগে বাংলাদেশে ছাত্র সংগঠন করত। সেখান থেকে গুন্ডা হিসেবে হায়ার করা হয়েছিল। সেটা করেছিলেন সিপিএম নিরাপদ সর্দার।”