Tarkeshwar Temple: শিবরাত্রির পুণ্য তিথিতে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 27, 2022 | 7:12 PM

Tarkeshwar Temple: আগামী ১ মার্চ শিব রাত্রির বিশেষ তিথিতে খুলতে চলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ।

Tarkeshwar Temple: শিবরাত্রির পুণ্য তিথিতে খুলে যাচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ
তারকেশ্বর মন্দির (নিজস্ব ছবি)

Follow Us

তারকেশ্বর: সোমবার শিবরাত্রি। তার আগেই এল ভালো খবর। এবার ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। আগামী ১ মার্চ শিব রাত্রির বিশেষ তিথিতে খুলতে চলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এতদিন মন্দির খোলা থাকলেও ভক্তদের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছিল মন্দির কর্তৃপক্ষ।এদিন মন্দির চত্ত্বরে বিজ্ঞপ্তি জারি করে গর্ভগৃহে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে একাধিকবার মন্দির খোলার সময় সীমার উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। আবার কখনও-কখনও মন্দির সম্পূর্ণ বন্ধ রাখাও হয়েছিল। এরপর গত বছর অর্থাৎ ১১  নভেম্বর থেকে মন্দির খোলার যে নির্ধারিত সময় সীমা ছিল সেই সময় ফিরিয়ে আনে মন্দির কর্তৃপক্ষ। অর্থাৎ সকাল ৫:৩০ থেকে রাত্রি ৮ টা পযন্ত দর্শনার্থীদের জন্য খোলা ছিল মন্দির। কিন্তু গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা ছিল। সেই কারণে চোঁয়ারের মাধম্যে জল ঢালতে হতো ভক্তদের। এবার আগামী ১ মার্চ থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিল মন্দির কর্তৃপক্ষ।

বস্তুত, গত বছরের ৪ সেপ্টেম্বর খোলে তারকেশ্বর মন্দির। করোনার কারণেই বন্ধ রাখা হয়। তবে সেই সময় গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না ভক্তদের। স্থানীয় প্রশাসন, ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বসে মন্দির কর্তৃপক্ষ। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় মন্দির খোলার।

আরও পড়ুন: Municipality Elections 2022: বুকে একের পর এক ধাক্কা, মহিলাদের হাতে আক্রান্ত হয়ে হাত তুলে নিলেন খোদ পুলিশ

আরও পড়ুন: Municipal Elections 2022: দেখে মনে হয় কর্পোরেট চাকুরে, আদতে যা বেরোলেন…

Next Article